X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৪০, সিএসইতে কমেছে ৬১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ১৫:৫৪আপডেট : ১০ মে ২০১৮, ১৫:৫৪

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪০ দশমিক ১১ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৬১ দশমিক ৩৬ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৮২ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৬২ কোটি ৪৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ৩৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ১২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট কমে এক হাজার ৩০৬ পয়েন্টে এবং ১১ দশমিক ৯৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৭৩ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, বিবিএস ক্যাবলস, বেক্সিমকো, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ডোরেন পাওয়ার জেনারেশন, ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস এবং লংকা-বাংলা ফাইন্যান্স।  

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৭ কোটি ৫১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৫ কোটি ১৫ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪২৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৬১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১  দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১১  দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৫২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বিবিএস ক্যাবলস, বেক্সিমকো,  ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস, লংকা-বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড।

/এসএসএ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে