X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দিনের মতো রাতেও জ্বলে না গ্যাসের চুলা

সঞ্চিতা সীতু
১৮ মে ২০১৮, ২০:০৫আপডেট : ১৯ মে ২০১৮, ১১:৩৬

গ্যাসের চুলায় আগুনের আঁচ নেই (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)

রমজানের শুরুতেই গ্যাসের সংকট দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।  সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকছে না। এমনকি রাতেও জ্বলছে না চুলা। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। 

শুক্রবার (১৮ মে) শামীম আরা নীপা নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে, ‘জীবনে পরথম দেখলাম রাইতের বেলায় চুলায় গ্যাস নাই...! পেত্যেক ডেইলি সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকে না কিন্তু রাইতের বেলা চুলার গ্যাস নিয়ে এইসব ইতং বিতং আইজ পরথম দেখলাম... ঘটনা কিতা..?’ (জীবনে প্রথম দেখলাম, রাতের বেলা গ্যাস নেই। প্রত্যেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকে না। কিন্তু রাতেও চুলা জ্বলে না। এই অবস্থা আজই প্রথম দেখলাম।)

শামীম আরা নিপার এই স্ট্যাটাস ধরে খোঁজ নিয়ে দেখা গেছে, এখন রাতেও রাজধানীর কোনও কোনও এলাকায় চুলা জ্বলছে না। শুধু ইফতারিই নয়, সাহরিতেও গ্যাসের চুলায় আগুনের কম আঁচ দেখে গৃহিণীরা মেজাজ হারাচ্ছেন। যদিও কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকছে না।

রমজানে ইফতার-সাহরির সময় গ্যাস নেই, ঢাকাবাসীর জন্য এ এক নতুন অভিজ্ঞতা। আগে দিনের বেলা বাসা-বাড়িতে গ্যাস না থাকলেও এখন সন্ধ্যার পর এমনকি গভীর রাতেও গ্যাস থাকছে না।

গ্যাস সংকট, তাই চুলায় আগুন নেই

জানা গেছে, রোজা শুরুর আগেই জ্বালানি বিভাগের সঙ্গে বৈঠকে বসে বিদ্যুৎ বিভাগ। ওই বৈঠকে রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানোর তাগিদ দেওয়া হয়। পেট্রোবাংলা ওই বৈঠকে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ বন্ধের ঘোষণা দেয়।

খোঁজ নিয়ে দেখা গেছে, এজন্য রাতের বেলা সিএনজি স্টেশনগুলোতে গাড়ির জ্বালানি বিক্রির চাপ বাড়ছে। রাত ১১টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পরিবহন শ্রমিক এবং চালকরা গ্যাস নেন। আর বিকালের বেঁচে যাওয়া গ্যাস যায় বিদ্যুৎ উৎপাদনে। এতে করে আবাসিকের দিনের সংকট এখন রাতে গিয়ে ঠেকেছে।

জানতে চাইলে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান বলেন, ‘প্রতিদিন আমরা চাহিদার তুলনায় সরবরাহে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাই। সরবরাহ না বাড়ানো হলে সংকট কমানো সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘এলএনজি আসলে সরবরাহ বাড়লে সংকট কমবে। এছাড়া এই সংকট সমাধান করা সম্ভব না।’

দিনের মতো রাতেও জ্বলে না গ্যাসের চুলা

তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র বলছে, তাদের এখন দৈনিক চাহিদা রয়েছে দুই হাজার মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে তিতাস পাচ্ছে এক হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। এতে করে প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনফুট সংকট থেকে যাচ্ছে। এখন পেট্রোবাংলা দৈনিক দুই হাজার ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। এর বিপরীতে প্রকৃত চাহিদা রয়েছে তিন হাজার ৭০০ থেকে তিন হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ এখন প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। গ্যাস ঘাটতির কারণে রাজধানীর সব আবাসিকে এলাকায় গ্যাসের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। কিন্তু আবাসিক গ্রাহকের সমস্যা সমাধানের কোনও চেষ্টা নেই।

রাজধানীর সেন্ট্রাল রোডের বাসিন্দা আখতার হোসেন চৌধুরী সম্প্রতি স্থানীয় অফিসের কাছে গ্যাস না থাকার কারণ জানতে চেয়ে চিঠি দেন। ওই চিঠির মাধ্যমে তার বাসায় সকাল থেকে বিকাল এবং কোনও কোনও দিন সন্ধ্যার পরেও গ্যাস না থাকার কারণ জানতে চেয়েছিন তিনি।

চিঠি পেয়ে স্থানীয় অফিস থেকে লোকজন এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়ে দেন, তাদের কিছুই করার নেই। বিষয়টি তিতাসের প্রধান কার্যালয়কে জানাতে বলা হয়। ফলে সংকট সমাধানের প্রচেষ্টা এখানেই থেমে যায়।

এ ব্যাপারে তিতাসের একটি অভিযোগ কেন্দ্রের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের কাছে প্রায় প্রতিদিনই গ্রাহকরা তাদের সমস্যা আর সংকটের কথা জানান। আমরা তাদের বুঝিয়ে শুনিয়ে বলি- এই সমস্যার সমাধান সম্ভব নয়, যতদিন না নতুন গ্যাস আসে। এখানে আমরাও গ্রাহদের মতোই নিরুপায়।’

 




/এসএনএস/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বাংলাদেশের আম নিতে চায় চীন
বাংলাদেশের আম নিতে চায় চীন
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ