X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বজ্রাঘাতে নিহত কৃষক পরিবার ২ লাখ টাকা সহায়তা পাবে: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৮, ১৬:৪৭আপডেট : ২০ মে ২০১৮, ১৭:১৯

বিএটির পক্ষ থেকে সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চেক প্রদান

বজ্রাঘাতে কোনও কৃষক মারা গেলে সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহত কৃষি শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই তহবিল থেকে এযাবৎ ২২ কোটি টাকা বিতরণের পরও সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এখন প্রায় ৩০০ কোটি টাকা জমা রয়েছে।

রবিবার (২০ মে) সচিবালয়ে বিএটি’র পক্ষ থেকে সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দেওয়া চেক গ্রহণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

বিএটি চেয়ারম্যান গোলাম মঈনুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৮ কোটি ৮২ লাখ ৭ হাজার ৯৮৮ টাকার একটি চেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে সচিব আফরোজা খান ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল উপস্থিত ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সহায়তার ক্ষেত্রে প্রতিষ্ঠানিক খাতের চেয়ে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে থাকি। কোনও শ্রমিক কর্মস্থলে মারা গেলে মৃত সেই শ্রমিকের পরিবার এ তহবিল থেকে ২ লাখ টাকা, শ্রমিকের সন্তান মেডিকেল বা প্রকৌশল, কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে ৩ লাখ টাকা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়।’

উল্লেখ্য, ২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, ২ কোটি টাকার বেশি মূলধনী প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে, বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়। এ তহবিল থেকেই প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে অর্থসহায়তা দেয় সরকার।

/এসআই/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে