X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৩৯, সিএসইতে কমেছে ৫৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ১৫:৪৮আপডেট : ২৮ মে ২০১৮, ১৫:৫১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৯ দশমিক ৩৯ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৫৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৬৬ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৬৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪ কোটি ৩১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৯৬ পয়েন্ট কমে এক হাজার ২৫৭ পয়েন্টে এবং ১১ দশমিক ৭৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২২৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, আল-আরাফাহ ইসলামি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড,মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, গ্রামীণফোন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২২ কোটি ৭০ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে ১০ হাজার ১৩২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯০ দশমিক ৬১ পয়েন্ট কমে ১৬ হাজার ৭৪২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১২ হাজার ৫৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৩  দশমিক ৭৫ পয়েন্ট কমে ১৫ হাজার ২১১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ১৫৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড,অ্যাডভান্ট ফার্মা, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড,শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শাশা ডেনিমস লিমিটেড।

/এসএসএ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা