X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

যেভাবে জোগাড় ও ব্যয় হবে বাজেটের টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ২১:১২আপডেট : ০৭ জুন ২০১৮, ২১:২২

যেভাবে জোগাড় হবে বাজেটের টাকা

জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নির্বাচনের বছরে ঘোষণা করা এই বাজেটের আয় ও ব্যয় কীভাবে হবে তারও একটি সুস্পষ্ট ধারণা দিয়েছেন তিনি। বাজেটের টাকা জোগাড় ও টাকা ব্যয়ের সেই চিত্রটি নিচে বর্ণনা করা হলো। 

টাকা জোগাড় হবে যেভাবে:

আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটের ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা জোগাড় করতে রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। এরপরেও ঘাটতি থেকে যাবে ১ লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা—যা জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে বিভিন্ন কর বাবদ আদায় করা হবে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এর বাইরের বিভিন্ন খাত থেকে কর বাবদ আদায় হবে ৯ হাজার ৭২৭ কোটি টাকা। কর ছাড়া অন্য খাত থেকে রাজস্ব আদায় হবে ৩৩ হাজার ৩৫২ কোটি টাকা। এভাবে মোট রাজস্ব আয় দেখানো হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা।

অর্থমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী,বাজেটে ঘাটতি থাকা ১ লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা জোগাড় করা হবে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের মাধ্যমে। এরমধ্যে বৈদেশিক নিট ঋণ বাবদ নেওয়া হবে ৫০ হাজার ১৬ কোটি টাকা। বৈদেশিক ঋণ পাওয়া যাবে ৬০ হাজার ৫৮৫ কোটি টাকা। আর অভ্যন্তরীণ ঋণ অর্থাৎ ব্যাংক খাত থেকে নেওয়া হবে ৭১ হাজার ২২৬ কোটি টাকা। এর মধ্যে আবার বৈদেশিক ঋণ পরিশোধ করা হবে ১০ হাজার ৫৬৯ কোটি টাকা।

যেভাবে ব্যয় হবে বাজেটের টাকা

টাকা ব্যয় হবে যেভাবে:

আসন্ন বাজেটে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, প্রতিষ্ঠান ও সংস্থার পরিচালন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮২ হাজার ৪১৫ কোটি টাকা। আবর্তক ব্যয় নামে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে ৪৮ হাজার ৩৭৭ কোটি টাকা। বৈদেশিক ঋণের সুদ বাবদ পরিশোধ হবে ২ হাজার ৯৬৩ কোটি টাকা রয়েছে। উন্নয়ন ব্যয়ের মধ্যে কাজের বিনিময় খাদ্য কর্মসূচিতে সরকারের ব্যয় হবে ১ হাজার ৯৭৮ কোটি টাকা।

 

/এসআই/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল