X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ডিএসইতে প্রধান সূচক ৭, সিএসইতে বেড়েছে ৫৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৮, ১৬:৫৭আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৭:০৩

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ১১৭৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ১১৫০ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১১১৫ কোটি ২৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১০৮৮ কোটি ১৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ১০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে এক হাজার ২৬৬ পয়েন্টে এবং ৩ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯১৫ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, পেনিনসোলা চিটাগং লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বিবিএস ক্যাবলস, বেক্সিমকো, লিগ্যাসি ফুট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট এবং ব্র্যাক ব্যাংক।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৫৮ কোটি ৫৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৫ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৮ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৩৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০২  দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, দ্য পেনিনসোলা চিটাগং লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড,প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লঙ্কাবাংলা ফাইনান্স লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, বিবিএস ক্যাবলস, রতনপুর স্টিল রি-রোলিং  মিলস লিমিটেড।

/এসএসএ/
সম্পর্কিত
মঙ্গলবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ার বাজার
পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: ডিবিএ সভাপতি
বছরে ৯৬০ কোটি টাকা সুদ দিতে হয়, চলছে না আইসিবি: অধ্যাপক আবু আহমেদ
সর্বশেষ খবর
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে