X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

নতুন আইনে ভ্যাট আদায়ের জন্য এক লাখ ইএফডি কেনার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ২২:৪২আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৪৪

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন

নতুন আইনে (ভ্যাট আইন-২০১২) ভ্যাট আদায় করতে এক লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘এক লাখ মেশিন কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। একটি সোর্স থেকে কেনা হবে না, বিভিন্ন সোর্স থেকে কেনা হবে। ছোট ছোট সেগমেন্টে ভাগ করে নেওয়া হবে। যারাই দেবে মেইন সার্ভার মেইনটেইন করবে এনবিআর, এক জায়গা থেকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সে কাজটি করা হবে।’

মন্ত্রী বলেন, প্রথমে ১০ হাজার মেশিন কিনে প্রক্রিয়া শুরু করা হচ্ছে। আগামী দুই বছরে আমাদের মেশিন লাগবে  দুই লাখ। এই মেশিনগুলো যারা ভ্যাট পেমেন্ট করবে তাদের দেওয়া হবে। মেশিনগুলোর খরচ পড়বে ৩২ হাজার টাকা করে। লম্বা সময় ধরে এ টাকা আদায় করা হবে। এজন্য জনবল আউট সোর্সিং করা হবে। বিজনেস হাউসগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করে সব কিছু তাদের শেখানো হবে। আমরা মনে করি এখানে ফেইল করবো না।’

মন্ত্রী বলেন,‘ একটি চাইনিজ কোম্পানি এসজেডজেডটি-কেএমএমটি-সাইনিসিস-ইটাল (szzt-kmmt-synesis-eatl) মেশিনগুলো সরবরাহ করবে। এটি খুব আর্জেন্ট কাজ এবং স্পেশালভাবে দেখা হবে। যে দোকানে মেশিন দেবো যেখানে বেচাকেনা হবে সেখানেই থাকবে, মেশিনের দাম পরিশোধে লম্বা সময় দেওয়া হবে। মেইনটেইনও তারা করবে, কোনও লাভ নেওয়া হবে না।’

শেয়ার বাজার নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে মন্ত্রী বলেন, “শেয়ার বাজার নিয়ে আমাদের কন্ট্রোলিং এজেন্সি আছে ওখানে যান, আলোচনা করেন।

এদিন প্রস্তাবিত ড্রাফট অনশোর মডেল ‘পিএসসি ২০১৯’ এবং প্রস্তাবিত ড্রাফট অফশোর মডেল ‘পিএসসি ২০১৯’ এর চূড়ান্ত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পরে তা সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভায় পাস করা হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যে সমুদ্রসীমা পেলাম তা এখনও ব্যবহার করতে পারি নাই। পানির নিচে যে সম্পদগুলো আছে সেগুলো নিয়ে আরও স্টাডি করতে হবে। বিদেশি কোম্পানিকে ইনভাইট করা হচ্ছে। অনশোর এবং অফশোর মিক্স করে ফেলেছিলাম, অনশোরে খরচ কম এবং অফশোরে খরচ বেশি এবং প্রাইসও (দাম) দেবে বেশি। এখন অনশোরটার প্রাইস ৬ পয়েন্ট ৫ সেন্ট এবং অফশোর ৭ পয়েন্ট ২৬ সেন্ট করেছি। তবে এ প্রাইস থাকবে না, কারণ সে সময়ে এশিয়ার যে বাজার দর সে দরে নির্ধারিত হবে। এখন থেকে ২০ বছর পর কাউকে পেলে সে সময়ের দামে হবে।’

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের প্রথম সিরিজের স্কোয়াডে জ্যাকস, পটস
ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের প্রথম সিরিজের স্কোয়াডে জ্যাকস, পটস
ব্যবসায়ীর ওপর হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ব্যবসায়ীর ওপর হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বিনিয়োগে দেশি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর
বিনিয়োগে দেশি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
সর্বাধিক পঠিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার