X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নিয়ন্ত্রক সংস্থার তদারকির অভাবে সমস্যায় পিপলস লিজিং: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ২০:১৯আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:২২

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকির অভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিংসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার (৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পিপলস লিজিংয়ের আমানতকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, পিপলসের আমানতকারীরা আমার সঙ্গে দেখা করে সহায়তা চেয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে। ইতোমধ্যে পিপলস লিজিংয়ে অবসায়ক (লিকুইডেটর) নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়ক পিপলসের দায়-দেনার বিষয়ে বিস্তারিত জানাবেন। এরপর অবসায়ক ও অডিট ফার্মের প্রতিবেদনের ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত এসব প্রতিষ্ঠান কীভাবে চলে তা আমি জানি না। তবে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পিপলস লিজিংয়ের শুধু সাবেক পরিচালনা পর্ষদ নয়, বর্তমান পরিচালনা পর্ষদের কোনও সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
পিপলস লিজিংয়ের আমানতকারীদের টাকা কতদিনের মধ্যে ফেরত দেওয়া হতে পারে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, কোনও অডিট ফার্মকে সময় বেঁধে দেওয়া যায় না। একটি অডিট ফার্মকে পিপলস লিজিংয়ের আর্থিক বিবরণী পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ করছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইন অনুযায়ী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

/জিএম/ওআর/
সম্পর্কিত
মঙ্গলবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ার বাজার
পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: ডিবিএ সভাপতি
বছরে ৯৬০ কোটি টাকা সুদ দিতে হয়, চলছে না আইসিবি: অধ্যাপক আবু আহমেদ
সর্বশেষ খবর
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থার জন্য জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থার জন্য জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ
শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি