X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নিয়ন্ত্রক সংস্থার তদারকির অভাবে সমস্যায় পিপলস লিজিং: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ২০:১৯আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:২২

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকির অভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিংসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার (৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পিপলস লিজিংয়ের আমানতকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, পিপলসের আমানতকারীরা আমার সঙ্গে দেখা করে সহায়তা চেয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে। ইতোমধ্যে পিপলস লিজিংয়ে অবসায়ক (লিকুইডেটর) নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়ক পিপলসের দায়-দেনার বিষয়ে বিস্তারিত জানাবেন। এরপর অবসায়ক ও অডিট ফার্মের প্রতিবেদনের ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত এসব প্রতিষ্ঠান কীভাবে চলে তা আমি জানি না। তবে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পিপলস লিজিংয়ের শুধু সাবেক পরিচালনা পর্ষদ নয়, বর্তমান পরিচালনা পর্ষদের কোনও সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
পিপলস লিজিংয়ের আমানতকারীদের টাকা কতদিনের মধ্যে ফেরত দেওয়া হতে পারে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, কোনও অডিট ফার্মকে সময় বেঁধে দেওয়া যায় না। একটি অডিট ফার্মকে পিপলস লিজিংয়ের আর্থিক বিবরণী পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ করছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইন অনুযায়ী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

/জিএম/ওআর/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!