X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হারানো টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা

গোলাম মওলা
১৮ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:৫৫

ডিএসই শেয়ারবাজার থেকে টাকা হারিয়ে যাওয়ার প্রবণতা এখন আর নেই। গত প্রায় ছয় মাস ধরে শেয়ারবাজারে হারানো টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। গত সপ্তাহে সবকটি মূল্য সূচক বাড়ার মাধ্যমে টানা তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকলো শেয়ারবাজার। তিন সপ্তাহের এই টানা উত্থানে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ বেড়েছে ২৭ হাজার কোটি টাকার ওপরে। এর মধ্যে গত সপ্তাহেই বেড়েছে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে যাওয়ায় এ বিনিয়োগ বেড়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজারে মুলধন বাড়লে প্রতিষ্ঠানের পাশাপাশি বিনিয়োগকারীরা উপকৃত হন। বিনিয়োগকারীরা উৎসাহিত হন। আর বিনিয়োগকারীরা উৎসাহী হলে বাজার ঘুরে দাঁড়াতে থাকে।’ বর্তমানে বাজার বিনিয়োগবান্ধব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য বলছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসের (বৃহস্পতিবার) লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৯৪৭ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ১০ হাজার ৬১৭ কোটি টাকা। অর্থাৎ ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৩৩০ কোটি টাকা। এর মাধ্যমে টানা তিন সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ল ২৬ হাজার ৪১৪ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ে ১১ হাজার ৩৩৯ কোটি টাকা এবং তার আগের সপ্তাহে বেড়েছিল ৮ হাজার ৭৪৫ কোটি টাকা।

গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ দশমিক ৩৭ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১১৯ দশমিক ৮২ পয়েন্ট  এবং তার আগের সপ্তাহে বেড়েছিল ১০৫ দশমিক ৭৫ পয়েন্ট । অর্থাৎ তিন সপ্তাহের বড় উত্থানে ডিএসইর প্রধান সূচক বাড়লো ২৩৮ পয়েন্ট।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, প্রধান মূল্য সূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকের। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ২৩ দশমিক ৪৬ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৪৮ দশমিক শূন্য ৩ পয়েন্ট এবং তার আগের সপ্তাহে বাড়ে ৩৭ দশমিক ৪৩ পয়েন্ট। আর, ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে বেড়েছে ১০ দশমিক ৫৭ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৬ দশমিক ৬৯ পয়েন্ট এবং তার আগের সপ্তাহে বেড়েছিল ৩৩ দশমিক ৯৯ পয়েন্ট।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বেড়েছে ১১৫টি প্রতিষ্ঠানের।  দাম কমেছে ১৮২টির। আর ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারের তথ্য বলছে, সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯১৪ কোটি ৯৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮৩৪ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮০ কোটি ২৭ লাখ টাকা ।

জানা গেছে, গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৬৫৯ কোটি ৮২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ১৭৩ কোটি ৪১ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ৫১৩ কোটি ৫৯ লাখ টাকা। মোট লেনদেন কমার কারণ ১৬ ডিসেম্বরের কারণে গত সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপমাত্রা কমেছে ঢাকায়, সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকতে পারে
তাপমাত্রা কমেছে ঢাকায়, সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকতে পারে
সোমবার রাঙামাটিতে আধাবেলা অবরোধ
সোমবার রাঙামাটিতে আধাবেলা অবরোধ
ইতিহাস গড়ে বুন্দেসলিগা শেষ করলো ‘ইনভিন্সিবল’ লেভারকুসেন
ইতিহাস গড়ে বুন্দেসলিগা শেষ করলো ‘ইনভিন্সিবল’ লেভারকুসেন
জলবায়ু পরিবর্তন: ভয়াবহ দুর্যোগ আসছে বাংলাদেশে
জলবায়ু পরিবর্তন: ভয়াবহ দুর্যোগ আসছে বাংলাদেশে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি