X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ব্যাংক বন্ধ থাকবে না খোলা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৪:০৫আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৪:০৫

করোনা নিয়ন্ত্রণে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ ১৩ দফা নির্দেশনাসহ এ প্রজ্ঞাপন জারি করে। ১৪ এপ্রিল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সরকার ঘোষিত এসব নির্দেশনা মেনে চলতে হবে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ রাখার কথা বলা হয়েছে।  তবে বাংলাদেশ ব্যাংক বলছে, বৈদেশিক লেনদেন, রেমিট্যান্স ও আমদানি-রফতানি অব্যাহত রাখার স্বার্থে সীমিত আকারে ব্যাংকের কিছু শাখা খোলা রাখা জরুরি। গার্মেন্টস ব্যবসায়ীরাও বলছেন, যেহেতু গার্মেন্টস খোলা, সেহেতু আমদানি রফতানির স্বার্থে ব্যাংকের কিছু শাখা সীমিত আকারে খোলা রাখা প্রয়োজন। যদিও সরকারের সিদ্ধান্ত হলো, সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বৈদেশিক লেনদেন, রেমিট্যান্স ও আমদানি রফতানি অব্যাহত রাখার স্বার্থে সীমিত আকারে ব্যাংকের কিছু শাখা খোলা রাখা লাগতে পারে। তবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার আগের নিয়মেই ব্যাংক খোলা থাকবে। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে  নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করবে। অবশ্য সার্কুলার জারি করার জন্য হাতে আরও দুই দিন সময় আছে। তবে আজ সোমবার বিকালেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএর সহ-সভাপতি  মোহাম্মদ হাতেম বলেন, ‘আমরা মনে করি গার্মেন্টস কারখানা যেহেতু খোলা থাকবে, সেহেতু আমদানি-রফতানির স্বার্থে বৈদেশিক লেনদেনের জন্য সীমিত আকারে কিছু শাখা খোলা রাখার দরকার। আগামী বুধবার ও বৃহস্পতিবার হয়তো ব্যাংক বন্ধ থাকবে। তবে পরের সপ্তাহ রবিবার থেকে খুব সীমিত আকারে হলেও ব্যাংকের কিছু শাখা খোলা হতে পারে।’

এদিকে ব্যাংকের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ( এবিবি ) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, গতবছর কঠোর লকডাউন চলাকালেও ব্যাংক চালু ছিল। ব্যাংক চালু ছিল বলেই প্রবাসীরা ব্যাংকিং সিস্টেমের মধ্যে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাতে পেয়েছিলেন। ব্যাংক চালু ছিল বলেই অর্থনীতি গতিশীল ছিল। তিনি আশা করেন, এবারের লকডাউনেও ব্যাংক খোলা থাকবে।

আরও পড়ুন-

সাত দিনের কঠোর বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন

জরুরি পরিষেবার আওতায় যা যা রয়েছে

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
এজবাস্টনে ডাবল সেঞ্চুরিতে গিলের যত রেকর্ড
এজবাস্টনে ডাবল সেঞ্চুরিতে গিলের যত রেকর্ড
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’