সদ্য বিদায়ী মাস অক্টোবরে প্রবাসী আয় বাড়লেও প্রত্যাশিতভাবে রফতানি আয় বাড়েনি। এ সময়ে আগের বছরের একই মাসের তুলনায় কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র অক্টোবর মাসের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
আগের বছরের অক্টোবরে মোট রফতানি মূল্য ছিল ৪৩৫ কোটি ডলার, এ বছরের অক্টোবর মাসে যা ৩৭৬ কোটি ডলারে নেমেছে।
তবে সার্বিকভাবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর এই ৪ মাসে রফতানি ইতিবাচক রয়েছে। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫২ শতাংশ। যদিও, সরকার ঘোষিত ৯ দশমিক ৩১ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে তা অনেকটাই কম।