X
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১
ভোজ্যতেলের মূল্য নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী

আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৫:০২আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৫:০৪

ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন ও আমদানি পর্যায়ের ভ্যাট ছাড়ের মেয়াদ ছিল ১৫ এপ্রিল পর্যন্ত। এই মেয়াদ শেষ হওয়ায় তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন মিল মালিকরা। এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘তেলের দাম বাড়ানোর সুযোগ নেই।’

মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রমজানে নিত্যপণ্যের দাম কমাতে গত ৮ ফেব্রুয়ারি ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন ও আমদানি পর্যায়ের ভ্যাট পাঁচ শতাংশ কমায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর)। ভ্যাট ছাড়ের এ মেয়াদ শেষ হওয়ায় তেলের দাম আগের অবস্থায় নেওয়ার প্রস্তাব করেছেন মিল মালিকরা।

সোমবার বাণিজ্যসচিবকে চিঠি দেন মিল মালিকরা। সেখানে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৭৩ টাকা, পাঁচ লিটার ৮৪৫ টাকা এবং খোলা এক লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির কথা জানানো হয়।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় আমাদের ট্যারিফ কমিশন কাজ করছে। মিলাররা কী দামে তেলের কাঁচামাল আনছেন, দাম কেমন পড়ছে– এ বিষয়গুলো দেখা হচ্ছে। তবে তেলের দাম বাড়ানোর সুযোগ নেই এটা বলতে পারি।’

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘চিঠির বিষয়ে আমি কিছুই জানি না। চিঠি আমি এখনও পায়নি। পাঠিয়ে থাকলে অফিসে গিয়ে দেখতে হবে।’

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির জটিলতা কাটাতে স্থায়ী দোকান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘টিসিবির পণ্যগুলো এতোদিন বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বিক্রি হতো। আমরা চেষ্টা করছি, আগামী দু-এক মাসের মধ্যে টিসিবির দোকানগুলোকে স্থায়ী জায়গায় নিয়ে আসার, যাতে মানুষের একটি দিন নষ্ট না হয়। তারা যাতে সেখানে গিয়ে ন্যায্যমূল্যে পণ্য নিয়ে বাড়ি ফিরতে পারেন, সেটার একটা কার্যক্রম আমরা চলমান রেখেছি।’

তিনি আরও বলেন, ‘টিসিবি সাধারণত একত্রে চার থেকে পাঁচটি পণ্য সরবরাহ করে। কিন্তু অনেক সময় এমন হয়, একটি পণ্য পৌঁছাতে দেরি হলে জেলা প্রশাসকরা বাকি পণ্যগুলোকেও আটকে রাখেন, সবগুলো একত্রে দেবেন বলে। কিন্তু আমি যখন স্থায়ী দোকান করে দেবো, তখন যে মাল যখনই দোকানে চলে যাবে, তখনই সেটা বিক্রি শুরু হবে।’

ডিআরইউর সাধারণ সম্পাদক মহি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ।

আরও পড়ুন...

লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

/এএজে/আরকে/
সম্পর্কিত
কুড়িগ্রামে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন, মানুষের ভোগান্তি
ভোজ্যতেলের সরবরাহ বন্ধকৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে কারা
আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম, সবজি ‘সস্তা’
সর্বশেষ খবর
স্লো ওভার রেটের কারণে আইপিএলে আর নিষিদ্ধ হবেন না অধিনায়ক
স্লো ওভার রেটের কারণে আইপিএলে আর নিষিদ্ধ হবেন না অধিনায়ক
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
আমার মুখ বন্ধ করতেই দুর্নীতির অভিযোগ: জিএম কাদের
আমার মুখ বন্ধ করতেই দুর্নীতির অভিযোগ: জিএম কাদের
পাবনায় অটোরিকশাকে বাসের ধাক্কা, স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪
পাবনায় অটোরিকশাকে বাসের ধাক্কা, স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৪
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেফতার
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেফতার
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’