X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বেড়েছে দারিদ্র্যের হার, কমেছে খাদ্য নিরাপত্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ মার্চ ২০২৫, ০৯:২৪আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১১:২২

দেশে দারিদ্র্যের হার ও খাদ্য নিরাপত্তাহীনতা বেড়েছে বলে উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক জরিপে। সোমবার (২৪ মার্চ) বিআইডিএসের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এই জরিপের তথ্য প্রকাশ করা হয়।

২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। তবে বিআইডিএসের সাম্প্রতিক জরিপে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ১১ শতাংশ। যদিও বিআইডিএস বলছে, তাদের জরিপ জাতীয় পর্যায়ের তুলনামূলক বিশ্লেষণের জন্য নয়, তবে এতে দারিদ্র্যের হার বৃদ্ধির ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় পরিচালিত এই জরিপে ঢাকা, বান্দরবান, খুলনা, রংপুর ও সিলেট জেলার ৩ হাজার ১৫০টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। জরিপ অনুযায়ী, শহর ও গ্রাম উভয় জায়গাতেই দারিদ্র্যের হার বেড়েছে। ২০২২ সালে বিবিএসের জরিপে ঢাকা জেলায় দারিদ্র্যের হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ১৮ দশমিক ৮৭ শতাংশ। খুলনায় ১০ দশমিক ২ শতাংশ থেকে ২২ দশমিক ৬৭ শতাংশ, সিলেটে ১৬ শতাংশ থেকে ২৫ দশমিক ৫০ শতাংশ, রংপুরে ২১ শতাংশ থেকে ২৫ দশমিক ৩৩ শতাংশ হয়েছে।

এছাড়া, খাদ্য নিরাপত্তাহীনতার হার ২০২২ সালে ছিল ৩৮ দশমিক ০৮ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ৪৬ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।

বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক সেমিনারে বলেন, ‘বর্তমান পরিস্থিতি বোঝার জন্য এই জরিপ গুরুত্বপূর্ণ। সরকারের নীতিনির্ধারণে এটি ভূমিকা রাখবে।’

গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনূস জানান, ‘রাজনৈতিক অস্থিতিশীলতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত অর্থনৈতিক চাপ এবং মূল্যস্ফীতি দারিদ্র্য বৃদ্ধির পেছনে বড় কারণ হতে পারে।’

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের দারিদ্র্য হ্রাসে টেকসই নীতি গ্রহণ করা জরুরি।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে জরিমানা
ধান-চাল ক্রয়ে কোনও সিন্ডিকেট থাকবে না: খাদ্য উপদেষ্টা
পর্যাপ্ত খাদ্য মজুত আছে, কোনও শঙ্কা নেই: উপদেষ্টা
সর্বশেষ খবর
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’