X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ঈদের পর রেমিট্যান্স প্রবাহ কমছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১৬:৪৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৪৭

পবিত্র ঈদুল ফিতরের পর প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। চলতি এপ্রিল মাসের প্রথম পাঁচ দিনে দেশে এসেছে মাত্র ১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৬৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৮০ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মধ্যে একমাত্র কৃষি ব্যাংক পেয়েছে ২ কোটি ৬৪ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৮ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘ঈদ উপলক্ষে প্রবাসীরা সাধারণত পরিবারের জন্য বাড়তি অর্থ পাঠান। ফলে মার্চ মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ঐতিহাসিকভাবে ঊর্ধ্বমুখী। তবে ঈদের পর ও মাসের শুরুতে বেতন না পাওয়ায় রেমিট্যান্সে স্বাভাবিকভাবেই কিছুটা ভাটা পড়ে।’

প্রসঙ্গত, সদ্যবিদায়ী মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড ৩২৯ কোটি ডলার বা ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল ১৭১ কোটি ডলার। সে তুলনায় চলতি বছরের মার্চে রেমিট্যান্স বেড়েছে ১৫৮ কোটি ডলার। অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৭৮ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭০ কোটি ডলার বেশি।

বিশ্লেষকরা বলছেন, হুন্ডির প্রবণতা কমে যাওয়ার পাশাপাশি খোলা বাজারের সঙ্গে সমন্বয় রেখে বৈধ পথে ডলারের মূল্য নির্ধারণ করায় প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলেই টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন। তবে ঈদের পর রেমিট্যান্স প্রবাহে সাময়িক ধীরগতির এ ধারা মে ও জুন মাসে আবার চাঙা হতে পারে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
মে মাসের শেষে আসছে নতুন নোট
রিজার্ভ ছাড়ালো ২৭ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
সব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ডুরার সভাপতি আবির, সম্পাদক জহির
ডুরার সভাপতি আবির, সম্পাদক জহির
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া