X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বিডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৭:০৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৭:০৭

দেশে নতুন বিনিয়োগের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে— এমন আশঙ্কা থেকে গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ বিষয়ে বিডা একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি)।

চিঠিতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উল্লেখ করেন, গত ১৩ এপ্রিল বিইআরসি ঘোষিত নতুন গ্যাসমূল্য কাঠামোতে বিদ্যমান গ্রাহকদের তুলনায় নতুন বিনিয়োগকারীদের প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩৩ শতাংশ বেশি মূল্য দিতে হবে। এই বৈষম্য নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করবে এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে চিঠিতে সতর্ক করেন তিনি।

বিডার চেয়ারম্যান আরও বলেন, “বিনিয়োগকারীরা ইতোমধ্যে এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও প্রতিযোগিতার পরিপন্থি হিসেবে দেখছেন এবং এর বিরোধিতা করছেন। এ ধরনের মূল্যনীতি দেশের প্রত্যাশিত বৈদেশিক বিনিয়োগ প্রবাহকে ব্যাহত করতে পারে।”

তিনি জানান, সরকারের ভর্তুকি হ্রাস নীতির প্রতি বিডা সমর্থন জানালেও, সেই প্রক্রিয়াটি যেন সার্বজনীন ও বৈষম্যহীন হয়— তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

বিডার চেয়ারম্যান চিঠিতে সাম্প্রতিক 'বাংলাদেশ বিনিয়োগ সামিট ২০২৫'-এর প্রসঙ্গ টেনে বলেন, ৪০টি দেশ থেকে আসা প্রায় ৪৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। অনেকেই সমঝোতা স্মারক ও বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছেন। “সামিটের পরপরই এ ধরনের বৈষম্যমূলক গ্যাস মূল্য বৃদ্ধির ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা দেবে,” মন্তব্য করেন তিনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদে একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক গ্যাসমূল্য কাঠামোই দেশে টেকসই বিনিয়োগ বৃদ্ধির প্রধান সহায়ক হতে পারে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
গ্যাস নেই, বিকল্প ব্যবহারে বাড়তি খরচের বোঝা টানছেন গ্রাহকরা
বিনিয়োগ বোর্ড: আট মাসে ৩০ উদ্যোগ, অগ্রগতি ২৫টিতে
৯ মাসে প্রস্তাবিত বিদেশি বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলার: বিডা
সর্বশেষ খবর
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল