X
বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

এনবিআর অচলাবস্থা অব্যাহত, আলোচনায় সমাধান আসেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ মে ২০২৫, ২৩:০৭আপডেট : ২০ মে ২০২৫, ২৩:০৭

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থার সমাধানে অর্থ উপদেষ্টা ও তিন উপদেষ্টার সঙ্গে এনবিআর কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় এ বৈঠকের কয়েক ঘণ্টা পর রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর কর্মকর্তারা জানান, আলোচনা প্রত্যাশিত সমাধান দিতে পারেনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২১ মে) দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। একইসঙ্গে সকাল ৯টা থেকে সংবাদ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ঢাকাস্থ এনবিআরের আওতাধীন সব দফতরে এবং ঢাকার বাইরে নিজ নিজ দফতরে অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে আজ (মঙ্গলবার) বিকালে সচিবালয়ে এনবিআরের কর ও কাস্টমস ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এনবিআর দুই বিভাগে বিভক্ত থাকবে এবং এ বিষয়ে যে ‘মিস-কনসেপশন’ ছিল, তা দূর হয়েছে।

তিনি দাবি করেন, ‘আজকের বৈঠক ফলপ্রসূ।’

তবে বৈঠক শেষে এক এনবিআর কর্মকর্তা সাংবাদিকদের জানান, তাদের অবস্থান ও মতামত এনবিআর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হবে।

প্রসঙ্গত, গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে দুটি বিভাগে ভাগ করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে পৃথক ইউনিট গঠন করা হয়। সংশ্লিষ্ট অধ্যাদেশ অনুযায়ী কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করে আসছেন তারা। এর প্রতিবাদে তারা কয়েকদিন ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছেন। আজকের বৈঠকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানসহ সংস্কার কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে এনবিআর কর্মকর্তাদের দাবি, আলোচনায় কাঙ্ক্ষিত সমাধান আসেনি। ফলে আন্দোলন অব্যাহত থাকবে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
এনবিআর নিয়ে যুক্তিযুক্ত সব প্রস্তাব বিবেচনায় নেওয়া হবে: অর্থ উপদেষ্টা
ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস
এনবিআর সংস্কার আন্দোলনে সাময়িক বিরতি, আলোচনায় যাচ্ছে ঐক্য পরিষদ
সর্বশেষ খবর
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব 
মাদকসহ আটক যুবদল নেতাকে ছেড়ে প্রতিবন্ধীকে কারাগারে পাঠালো ডিবি পুলিশ
মাদকসহ আটক যুবদল নেতাকে ছেড়ে প্রতিবন্ধীকে কারাগারে পাঠালো ডিবি পুলিশ
নিয়মরক্ষার ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস
নিয়মরক্ষার ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস
যুক্তরাষ্ট্রে রেমিট্যান্সে করের প্রস্তাব: কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে?
যুক্তরাষ্ট্রে রেমিট্যান্সে করের প্রস্তাব: কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে?
সর্বাধিক পঠিত
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন