X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ১৭:৪৮আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৭:৪৮

করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সভাপতি সেলিমা আহমাদ এই প্রস্তাব উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন। এ সময় এনবিআরের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া ও ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সেলিমা আহমাদ বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে নারী উদ্যোক্তারা ব্যবসার ক্ষেত্রে কঠিন সময় অতিবাহিত করছেন। বিডব্লিউসিসিআই নারী উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বিবেচনা ও পর্যালোচনা করে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেট অন্তর্ভুক্তির জন্য ১০টি সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেছে। এগুলোর মধ্যে রয়েছে— নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম ৩ বছর ট্যাক্স ও ভ্যাট মওকুফ করা, ব্যবসার নতুন ট্রেড লাইসেন্স ফি ও নবায়ন ফি ৫০ শতাংশ হ্রাস করা, কোভিড -১৯ মহামারির কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য এসএমই সেক্টরে ২০২১-২২ অর্থবছরে প্রণোদনা প্যাকেজের বাইরে ৪ শতাংশ সুদে ঋণ, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায় শো-রুমের ওপর মূসক অব্যাহতি ও  ঘোষণাটির যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন করা এবং নারী উদ্যোক্তাদের জন্য আমদানি করা মেশিনারির ওপর আরোপিত আমদানি কর হ্রাস করা।’

সেলিমা আহমাদ বলেন, ‘বিডব্লিউসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে, গত বছরের ন্যায় এ বছরও বিডব্লিউসিসিআইর প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করে নারী উদ্যোক্তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে সরকার।’

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা