X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

অভিভাবকহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার

শফিকুল ইসলাম
০৭ জুন ২০১৬, ০৮:০১আপডেট : ০৭ জুন ২০১৬, ১৪:০৫

রাজধানীর নিত্যপণ্যের বাজার মঙ্গলবার থেকে শুরু হওয়া রমজানকে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোয় চলছে ধুম কেনা-বেচা। কিন্তু এই ধুম কেনাকাটায় অভিভাবকহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। কারণ,বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের কথা বলা হলেও রাজধানীর কোথাও তাদের দেখা মেলেনি।
এদিকে, প্রথম রমজানে কেনাকাটা করতে ক্রেতাদের মধ্যে ছিল দারুণ ব্যস্ততা। যে যেভাবে পেরেছেন সেভাবেই নিজের সংসারের প্রয়োজনীয় কেনাকাটা সেরেছেন। অনেকে এখনও করছেন।শুধু বাজারগুলো নয়, সকাল থেকে রাজধানীর সুপার শপগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। সেখানেও দেখা গেছে, বেশিরভাগ ক্রেতাই মাছ-মাংসের পাশাপাশি ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুর, শরবতের সামগ্রী কিনছেন বেশি।
আরও পড়তে পারেন: একটি রোজা বেশি রাখতে হবে প্রধানমন্ত্রীকে

একইভাবে রাজধানীতে সরকারের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে করে বিক্রি করছে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুরডাল ও খেজুর। সেখানেও ছিল ক্রেতাদের দীর্ঘলাইন। অনেকেই লাইনে দাঁড়িয়ে নিজের প্রয়োজনীয় পণ্যটি না পেয়ে মন খারাপ করে ফিরে গেছেন। আবার অনেক জায়গায় দেখা গেছে, বেলা ১টার পরই ট্রাকের পণ্য ফুরিয়ে গেছে। বিকেল ৫টা পর্যন্ত টিসিবির ট্রাকগুলোয় পণ্য সামগ্রী বিক্রির কথা থাকলেও বেলা ৩টার পর রাজধানীর কোথাও টিসিবির ট্রাক দেখা যায়নি।
রাজধানীতে খোদ সচিবালয়ের ২ নং গেটের সামনের টিসিবি ট্রাকে পণ্য পাওয়া গেছে বেলা আড়াইটা পর্যন্ত। তবে তার আগেই শেষ হয়ে গেছে চিনি, ছোলা ও মসুর ডাল। খোঁজ নিয়ে জানা গেছে, এখানে খেজুর ছিলই না। আর সকাল ১০টায় ট্রাক আসার কথা থাকলেও রাজধানীর অধিকাংশ স্পটে বেলা ১২টার আগে টিসিবির ট্রাক আসে না। বাংলাদেশ ব্যাংকের সামনে টিসিবির পণ্য বিক্রির ট্রাকও আসে বেলা ১২টার দিকে।

বাজার ঘুরে দেখা গেছে, সব সময়ই মধ্যম পর্যায়ের ব্যবসায়ীদের কারসাজিতে প্রতিবছর অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। তাদের কারসাজিতে শবে বরাত, রমজান, ঈদ, কোরবানীর মতো আনন্দময় ধর্মীয় উৎসবগুলো সাধারণের জন্যে হয়ে ওঠে কষ্টের কারণ। এরা একদিকে মাঠ পর্যায়ের কৃষককে ১০ থেকে ১২ টাকা কেজি দরে বেগুন, কাঁচামরিচ, শসা, বিক্রি করতে বাধ্য করে। আবার এরাই সিন্ডিকেট করে সেই বেগুন, শসা, কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে সাধারণ ভোক্তাদের কিনতে বাধ্য করে। মাঝখান দিয়ে মাত্রাতিরিক্ত মুনাফা লুটে নেয় এসব মধ্যসত্ত্বভোগী অসাধু ব্যবসায়ীরা। বিভিন্ন সময়ে বিভিন্ন বৈঠকে সরকারি নীতি নির্ধারকদের এ বিষয়টি সম্পর্কে অবহিত করলেও কাজের কাজ কিছুই হয় না। 

অারও পড়তে পারেন: ছাত্রদলের কাঁধে ছাত্রলীগের ভর!
এদিকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বারবার জানানো হয়েছে, রমজানকে কেন্দ্র করে বাজার মনিটরিং বাড়ানো হয়েছে। রাজধানী ঢাকাসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে চলছে মনিটরিং। রাজধানী ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪ জন উপ-সচিবের নেতৃত্বে ১৪টি মনিটরিং টিম কাজ করছে। পাশাপাশি জেলা পর্যায়েও জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এক বা একাধিক টিম বাজার মনিটরিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু প্রথম রমজানে রাজধানীর কোথাও তাদের দেখা মেলেনি।  

তবে রাজধানী ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার মনিটরিং কার্যক্রম তদারকি করছে। মনিটরিং টিম বাজারে প্রয়োজনীয় নিত্যপণ্যের মূল্য, সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যালোচনা করছে। পাশাপাশি রমজানের বাড়তি চাহিদাকে পুঁজি করে যদি কোনও অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বা কৃত্রিম মূল্য বাড়ায় তা হলে তা প্রতিরোধে এসব মনিটরিং টিম বাজারে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করবেন। এ জন্য প্রতিটি টিমে একজন ম্যাজিস্ট্রেটও থাকবেন। প্রতিটি টিমে র‌্যাব, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের একজন করে প্রতিনিধিও যুক্ত থাকবেন। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক অপরাধীকে শনাক্ত করে তার বিরুদ্ধে জেল জরিমানা বা উভয়দণ্ড দিতে পারবেন।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪টি বাজার মনিটরিং টিম পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে আবার অনেক ক্ষেত্রে পৃথকভাবে নিজ নিজ মনিটরিংসহ অন্যান্য প্রস্তুতি নিয়েছে। রমজানে সব ধরণের নিত্যপণ্যের সরবরাহ, মজুদ ও মূল্য ঠিক রাখতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন সংশ্লিষ্টদের সঙ্গে এ সংক্রান্ত কয়েকটি বৈঠকও করেছেন। বৈঠকে কৃষি, খাদ্য, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ ঢাকা জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব,গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বন্দর কতৃর্পক্ষের শীর্ষ কর্মকর্তারা এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সোমবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, রমজানের বাতাস পুরোপুরি লেগেছে রাজধানীর বাজারগুলোয়। গত সপ্তাহের তুলনায় বেড়েছে সয়াবিন তেলের দাম। মসুর ডাল, চিনির বাজারও চড়া। তবে অনেকটাই স্থির আদা, পেঁয়াজ ও রসুনের দাম। এক্ষেত্রে পণ্যের দাম বাড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারি সিদ্ধান্তের বিষয়টি কাজে আসেনি। অসাধু ব্যবসায়ীরা যেভাবে পারছেন অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছেন। কেউ অতিরিক্ত চাহিদার দোহাই দিয়ে বাড়তি মুনাফা লুটছেন। আবার কেউবা সরবরাহ কম বলে অতিরিক্ত মুনাফা করছেন।

জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, এবারের রোজায় কোনও পণ্যের দাম বাড়বে না। সকল প্রকার নিত্যপণ্য সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে। 

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজারের প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা দর্শনীয় স্থানে টাঙিয়ে রাখা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের সময় পাকা রশিদ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকাসহ সারাদেশে এ নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে কার্যকর করতেও বলা হয়েছে।

 আরও পড়তে পারেন: মীর কাসেমের আপিলের রায়ে প্রসিকিউশনের সমালোচনা

/এসআই/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থামায় মামলা
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থামায় মামলা
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু