X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
বাংলা ট্রিবিউনকে কর্মসংস্থান ব্যাংকের এমডি

অকৃষি খাতে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করতে হবে

শফিকুল ইসলাম
১৪ জুলাই ২০১৬, ০০:৩৭আপডেট : ১৪ জুলাই ২০১৬, ০০:৫৬


কর্মসংস্থান ব্যাংকের এমপি ওবায়েদ উল্লাহ আল মাসুদ দেশে শিক্ষিত, অর্ধশিক্ষিত, দক্ষ ও অদক্ষ মিলিয়ে বেকারের সংখ্যা প্রায় ৩ কোটি ৭০ লাখ বলে জানিয়েছেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তিনি বলেন, এই বিপুল সংখ্যক বেকারের মধ্যে প্রতিবছর মাত্র ৪০ হাজার বেকারের কর্মসংস্থান করার সক্ষমতা রয়েছে বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের। ছোট ব্যাংক, পেইড আপ ক্যাপিটালের পরিমাণ খুবই কম। তাই ইচ্ছা ও পরিকল্পনা থাকলেও অধিক সংখ্যক বেকারকে সহায়তা বা পুনর্বাসন করা যাচ্ছে না। এর জন্য মূলধনের পরিমাণ বাড়ানো প্রয়োজন। ব্যাংক পরিচালনার ক্ষেত্রে এটি একটি অতৃপ্তির বিষয়। কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বেকার যুবকদের কৃষি সংশ্লিষ্ট কিছু সীমিত খাতে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে খাত বাড়ানো প্রয়োজন। বিশেষ করে অকৃষি খাতে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করতে হবে। মঙ্গলবার (১২ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ দফতরে বাংলা ট্রিবিউনের সঙ্গে একান্তে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানান, কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দেশের প্রায় ১৪ লাখ বেকারকে ঋণ দিয়ে পুনর্বাসন করতে পেরেছে। যে ঋণের ৯৪ শতাংশেরও বেশি আদায় করা সম্ভব হয়েছে। পরিকল্পনামাফিক বেকারদের পুনর্বাসন করার জন্য কমপক্ষে আড়াই হাজার কোটি টাকার মূলধন প্রয়োজন। তিনি বলেন, ব্যাংকের অথরাইজড ক্যাপিটালের পরিমাণ ৭০০ কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটালের পরিমাণ ৫২০ কোটি টাকা। এর ৭৫ শতাংশ সরকার এবং বাকি ২৫ শতাংশ সরকারি অন্যান্য ব্যাংক থেকে পাওয়া। তিনি জানান, কর্মসংস্থান ব্যাংকের ঋণের স্থিতির পরিমাণ ৭শ কোটি টাকা। শ্রেণিকৃত ঋণের পরিমাণ ৫৯ কোটি টাকা, যার হার ৯ শতাংশ। শ্রেণিকৃত ঋণের ৫৯ কোটি টাকার মধ্যে এ বছর আদায় করা হয়েছে ৯ কোটি টাকা।
জানতে চাইলে মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন,  অকৃষি খাতে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করতে হবে। এর জন্য দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে কর্মসংস্থান ব্যাংকের শাখা খোলা প্রয়োজন। না হলে দেশের শতভাগ বেকার জনগোষ্ঠীকে সেবা দেওয়া কঠিন হবে। যে উদ্দেশ্যে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, সরকারের সেই উদ্দেশ্য ব্যাহত হবে। তিনি বলেন, পৃথিবীতে এ ধরনের ব্যাংক প্রতিষ্ঠা বিরল ঘটনা।

কর্মসংস্থান ব্যাংকের এমডি বলেন, বর্তমানে দেশের ৬৪টি জেলায় ব্যাংকের শাখা থাকলেও প্রতিটি উপজেলায় শাখা খোলা সম্ভব হয়নি। এই মুহূর্তে দেশের ১৬৮টি উপজেলাসহ মোট শাখার পরিমাণ ২৩২টি।

বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের মোট জনবলের সংখ্যা ১ হাজার ৩০৭ জন দাঁড়িয়েছে জানিয়েছে তিনি  বলেন, যদিও প্রতিবছর সরাসরি ৪০ হাজার বেকার জনগোষ্ঠীকে কাজ দিতে পারছি। কিন্তু এর মাধ্যমে উপকারভোগী জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু কমপক্ষে এর তিনগুণ। সর্বোচ্চ ৫ গুণ। ব্যাখ্যা করে তিনি বলেন, একজন ঋণগ্রহিতা তার প্রকল্প পরিচালনা করতে কমপক্ষে ২ থেকে ৫জন লোক নিয়োগ দেন। বেতন দিয়ে তাদের কাছ থেকে সার্ভিস নেন। সেই বিবচনায় কর্মসংস্থান ব্যাংক প্রতিবছর দেড় লাখ থেকে ২ লাখ লোকের কর্মসংস্থান করছে। এটি একটি সম্ভবানার দিক বলে জানান তিনি।

ব্যাংকের নিজস্ব ভবন সম্পর্কে কর্মসংস্থান ব্যাংকের এমডি  ইতোমধ্যেই ট্রাস্ট অবলুপ্ত করা হয়েছে। রাজধানীর মতিঝিল ও পল্টন মোড়ের মধ্যখানে দৈনিক বাংলা মোড় নামে খ্যাত স্থানে সাবেক দৈনিক বাংলা পত্রিকার ভবনসহ বিদ্যমান জায়গা কর্মসংসংস্থান ব্যাংকের নামে দিয়ে দেওয়া হয়েছে। এখানে গড়ে তোলা হবে কর্মসংস্থান ব্যাংকের বহুতল ভবন। এ ভবন নির্মাণের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর নকশা ও ড্রয়িং সম্পন্ন হয়েছে। অবিলম্বেই এই ভবন নির্মাণের কাজ শুরু হবে।

এক প্রশ্নের জবাবে এমডি বলেন, বহুতল ভবন নির্মাণ কাজ শেষ হলে ভবনের সব ফ্লোর হয়তো ব্যাংক পরিচালনায় প্রয়োজন হবে না। ভবনের অনেক ফ্লোরই ভাড়া দেওয়া যাবে। যে ভাড়া পাওয়া যাবে, তা দিয়েও এই ব্যাংকের অনেক কর্মসূচি পরিচালনা করা সম্ভব হবে বলে জানান তিনি।  

আরও পড়তে পারেন: সার আমদানি: নৌবন্দরে রিসিভার্স ও পরিবহন এজেন্ট নিয়োগে ব্যয় ২৯১ কোটি

/এমএনএইচ/

সম্পর্কিত
বাংলা ট্রিবিউনকে আমির খসরু মাহমুদ‘দুই নেতা ছিলেন উষ্ণ, বৈঠক ভবিষ্যৎ রাজনীতি গড়ে তোলার মাইলফলক’
একান্ত সাক্ষাৎকারে ইকবাল হাসান মাহমুদ টুকু৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের, দেশের মানুষ ইতিহাসের বিকৃতি মানবে না
সাক্ষাৎকারএকাত্তর ইতিহাস নয়, রাজনৈতিক চর্চায় পরিণত হয়েছে: আফসান চৌধুরী
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক