X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দু’বছরে অতিরিক্ত একশ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ১১:০৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১১:০৯

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বিশ্বব্যাংক আগামী দুই বছরে বাংলাদেশকে অতিরিক্ত একশ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি বলেন, ‘এ টাকা বাংলাদেশের শিশু পুষ্টি এবং নারীর কর্মসংস্থানে ব্যয় হবে।’

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

জিম ইয়ং কিম বলেন, ‘বিশ্বব্যাংক এমনিতেই সবাংলাদেশে সহায়তা বাড়ানোর চেষ্টা করছে। বিশ্বব্যাপী যদি বিশ্বব্যাংক সহায়তা বাড়ায় তবে সেক্ষেত্রে বাংলাদেশ এমনিতেই সহায়তা পাবে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক জলবায়ু পরিবর্তনে তহবিল বাড়ানোর বিষয়টি প্রাধান্য দেবে। দারিদ্র বিমোচন সম্মেলনে এর বিষয়ে আরও আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘সব ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে মানবসম্পদ উন্নয়ন এবং নারী কর্মসংস্থানের বিষয়টিতে বাংলাদেশকে আরও গুরুত্ব দিতে হবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইডা আগামী তিন বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে। এই সহায়তার শর্ত খুবই সাধারণ। তবে মানি মার্কেট থেকে আইডা টাকা সংগহের চেষ্টা করছে। যদি সেটা করতে পারে তবে বাংলাদেশকে আরও ৫০ শতাংশ বা আড়াই বিলিয়ন অতিরিক্ত সহায়তা দিতে পারে। তবে সে ক্ষেত্রে আইডার শর্ত কিছুটা কঠিন হলেও হতে পারে। যা বাংলাদেশ সরকারের ওপর নির্ভর করছে।’

বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে এটা বিশ্বব্যাংক কিভাবে নিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকে প্রেসিডেন্ট বলেন, ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের যে অর্থায়ন করার কথা ছিল সেই টাকা অন্য প্রকল্পে দেওয়া হচ্ছে।’

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘এটি তার প্রথম বাংলাদেশ সফল। বিশ্বব্যাংক বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। যোগাযোগসহ বিভিন্ন অবকাঠামোখাতে বিশ্বব্যাংক সব সময় আমাদের সহায়তা করে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ দরিদ্রের হার শুন্য শতাংশে নামিয়ে আনা হবে, তা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের কিছু বিষয়ে সমস্যা ছিল। এ প্রেসিডেন্টের সময়ে তা অনেকটা কেটে কেছে। যেকারণে এ প্রেসিডেন্টের কাছে আমাদের প্রত্যাশা অনেক।’

অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর তহবিল বিশ্বব্যাংক অন্য খাতে দিচ্ছে, আমরা সেটা পাচ্ছি।’

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন- সংস্থাটির দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট এনেডডিকসন এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রধান চিমিয়াও ফান।

আর বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান, বিশ্বব্যাংকে নিযুক্ত বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ভূঁইয়া, ইআরডির সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমেদ এবং অর্থবিভাগের অতিরিক্ত সচিব জালাল উদ্দিন আহমেদ।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐক্য ও শক্তির প্রতীক: ধর্মমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐক্য ও শক্তির প্রতীক: ধর্মমন্ত্রী
হেলমেট ছাড়া পেট্রোলপাম্পে গেলে পুলিশে খবর দেওয়ার নির্দেশ
হেলমেট ছাড়া পেট্রোলপাম্পে গেলে পুলিশে খবর দেওয়ার নির্দেশ
শ্রমজীবী মানুষের জন্য আলাদা বাজেটের দাবি
শ্রমজীবী মানুষের জন্য আলাদা বাজেটের দাবি
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের