X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১৬, সিএসইতে বেড়েছে ১৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ১৬:০৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৬:০৬

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৭৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৮  পয়েন্ট বেড়েছে।

এছাড়া এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে ১৭২ কোটি ৫৮ লাখ টাকার কিছুটা বেশি। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৬ কোটি ৮৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৩৩ কোটি ৯১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৫ কোটি ২৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৪ পয়েন্টে এবং ৬ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট,  শাশা ডেনিমস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, কাশেম ড্রাইসেল, ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা এবং খুলনা পাওয়ার।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৪ কোটি ৫৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৭ কোটি ৩৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৯৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮১৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৯৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার, বিকন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, খুলনা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল, আইপিডিসি এবং বিএসআরএম লিমিটেড।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা