X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১৫:৪৭আপডেট : ১৩ জুন ২০২৫, ১৭:২২

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকের শুরুতেই দেখা গেলো উভয়ের মাঝে এক উষ্ণ সৌজন্য বিনিময়।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারের বৈঠক রুমে প্রবেশ করেন তারেক রহমান। তখনই কয়েক কদম এগিয়ে এসে তাকে স্বাগত জানান ড. ইউনূস। এই সংক্ষিপ্ত সময়েই দুজনের মধ্যে হয় একটি আন্তরিক হালকা আলাপচারিতা।

হোটেলে প্রবেশ করে তারেক রহমান এগিয়ে এসে প্রথমেই বলেন, ‘কেমন আছেন?’

ড. ইউনূস উত্তরে হেসে বলেন, ‘হ্যাঁ, ভালো আছি।’ এরপর তিনি বলেন, ‘খুব ভালো লাগলো।’

তারেক রহমানও সাড়া দিয়ে বলেন, ‘আমারও ভীষণ ভালো লাগছে, আই ফিল অনার্ড। আপনার শরীর ভালো আছে?’

উত্তরে ড. ইউনূস বলেন, ‘চলছে… টেনেটুনে চলছে।’

তারেক রহমান বলেন, ‘আম্মা আপনাকে সালাম জানিয়েছেন।’

ড. ইউনূস জবাব দেন, ‘উনাকেও আমার সালাম জানাবেন।’

এ সময় লন্ডনের আবহাওয়া নিয়ে কথা বলেন তারা। ড. ইউনূস বলেন, ‘আজকের আবহাওয়াটা খুব ভালো। একটানা এ রকম পাওয়াটা…’

তারেক রহমান বলেন, ‘হ্যাঁ, দুপুর নাগাদ সম্ভবত আরেকটু গরম পড়বে।’

ড. ইউনূস বলেন, ‘ইনজয় করেছি। সামনে পার্ক আছে।’

তারেক রহমান জানতে চান, ‘আপনি গিয়েছিলেন?’

ড. ইউনূস বলেন, ‘হ্যাঁ, গিয়েছিলাম।’

তারেক রহমান বলেন, ‘একটা জিনিস এখানে খুব ভালো, হাঁটার অনেক জায়গা আছে।’

এরপর আরও কিছুক্ষণ সকলের সামনে আরও হালকা আলাপ করেন উভয়ে।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
মোদিকে হাঁড়িভাঙা আম উপহার পাঠাচ্ছেন ড. ইউনূস
প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ
নির্বাচনি প্রস্তুতির নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ফখরুলের
সর্বশেষ খবর
‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
মিটফোর্ড হত্যা‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আন্দোলন আসছে’
যশোরে এনসিপির পথসভায় নাহিদ‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আন্দোলন আসছে’
সালমান-আনিসুলসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে
সালমান-আনিসুলসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে
নির্বাচনের তারিখ ঘোষণা করলে চলমান সংকট কেটে যাবে: দুদু
নির্বাচনের তারিখ ঘোষণা করলে চলমান সংকট কেটে যাবে: দুদু
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার