X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আরসিবিসি নিজের দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মামলা করেছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ২১:৫০আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০০:১২

 

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

সম্প্রতি ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি)  বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে যে মানহানিকর মামলা দায়ের করেছে সে বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের মন্তব্য, ‘ মামলাটা করা হয়েছে তাদের নিজের দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এটিকে আরসিবিসি কর্মকর্তাদের সত্যি সত্যি আইনি আচরণ মনে হয়নি। মামলাটা করা হয়েছে তাদের নিজের দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের কারণেই ফিলিপাইনের সরকার এবং সিনেট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং এর জন্য আরসিবিসিকে দায়ী করেছিল।’

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক আইনি পন্থায় তাদের বিরুদ্ধে কোনও মামলা করলে তাতে মানহানিকর কিছু হবে না। 

জাপানের মন্ত্রীর সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এ বিচারপতি নির্বাচন হবে। সেই নির্বাচনে জাপানের একজন বিচারপতি প্রার্থী হতে চান, সেখানে তারা বাংলাদেশের সমর্থন চান। আমি তাকে বলেছি,  যেহেতু বাংলাদেশ থেকে এই নির্বাচনে কোনও প্রার্থী দেওয়া হবে না তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জাপানের প্রতি সমর্থনের বিষয়টি তাদের জানাবো।

তিনি আরও বলেন, হলি আর্টিজান এর মামলার ঘটনার আপডেটটা তাদের জানানো হয়েছে। হলি আর্টিজান এর মামলার আপডেট জানতে চাইলে মন্ত্রী বলেন, এই মামলাটি এখন বিচারাধীন। এখন পর্যন্ত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এই বিচারটা অনেক দূর এগিয়েছে।

 

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি