X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

পূর্ণ ক্ষমতায় পরীক্ষামূলক চলেছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

সঞ্চিতা সীতু
২৩ মার্চ ২০২০, ২৩:৪৫আপডেট : ২৪ মার্চ ২০২০, ১০:৪৬

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পূর্ণ ক্ষমতায় ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। এখন পর্যন্ত এটিই দেশের সব থেকে বড় বিদ্যুৎকেন্দ্র। এর দ্বিতীয় ইউনিট আগামী জুনের মধ্যে উৎপাদনে আসার কথা রয়েছে।

কেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ আব্দুল মওলা বলেন, ‘রবিবার (২২ মার্চ) রাত সাড়ে আটটা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আমরা ফুল লোডে কেন্দ্রটি চালিয়ে দেখেছি। আমাদের লক্ষ্য ছিল বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চালানো।’ সোমবার (২৩ মার্চ) বিকালে কেন্দ্রটি ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করেছে জানিয়ে তিনি বলেন, ‘এই এলাকার চাহিদা কম। এখান থেকে ঢাকায় বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো এখনও তৈরি হয়নি। ফলে আমাদের চাহিদা অনুযায়ীই কেন্দ্র পরিচালনা করতে হচ্ছে।’

কেন্দ্রটি নির্মাণে বিসিপিসিএল সর্বাধুনিক আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করেছে। এছাড়া একইসঙ্গে পরিবেশ রক্ষায় সব ধরনের সতর্কতা মেনে চলা হচ্ছে। প্রতিবেশী দেশ ভারত এবং চীন কোনও কোনও ক্ষেত্রে কয়লাচালিত কেন্দ্রে উন্মুক্ত অবস্থায় কয়লা রেখে দিলেও পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কয়লা রাখার জন্য যে কোল ইয়ার্ড নির্মাণ করেছে, তা পুরোপুরি ঢাকনাযুক্ত। জাহাজ থেকে কয়লা ওঠানোর সময়ও ঢাকানাযুক্ত কনভেয়ার বেল্টে আনা হবে।

জানা যায়, বিদ্যুৎকেন্দ্রটি চলতি মাসের শেষের দিকে ইনিশিয়াল অপারেশন ডেট (আইওডি) ঘোষণা করার কথা রয়েছে। তবে করোনাভাইরাসের কারণে সরকারি সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রটির আইওডি ঘোষণার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি)সমন্বয়ে কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিদ্যুৎকেন্দ্রটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফুল লোডে চালিয়ে দেখে। এরপর কেন্দ্রের আইওডি ঘোষণা নিশ্চিত হয়। প্রকল্প পরিচালক বলেন, ‘আমরা দুই-এক দিনের মধ্যে বলতে পারবো কবে নাগাদ কেন্দ্রটির আইওডি ঘোষণা করা সম্ভব হবে।’

অন্য এক কর্মকর্তা জানান, প্রতি এক লাখ ৮০ হাজার টন ধারণ ক্ষমতার চারটি কোল ইয়ার্ড নির্মাণ করা হচ্ছে। যা দিয়ে কয়লা বিদ্যুৎকেন্দ্রটি জন্য ৫৭ দিনের কয়লা মজুত রাখতে পারবে। নির্গত গ্যাস ধরতে ফ্লু গ্যাস ডিসালফারাইজার ইউনিট (এফজিডি) নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে কেন্দ্রটির ৯৬ ভাগ ফ্লু গ্যাস ধরা হবে। বিদ্যুৎ উৎপাদনের পর ৯৯ দশমিক ৯ ভাগ ছাই ‘অ্যাশ হপারে’ ধরা হবে। এর বাইরেও কেন্দ্রটির ২২০ মিটার উচ্চতার চিমনি নির্মাণ করা হয়েছে। প্রায় ৭৫ তলা ভবনের সমান উঁচু চিমনি দিয়ে বাতাসের নির্দিষ্ট স্তরে ধোঁয়া ছাড়ার ফলে দূষণ নিয়ন্ত্রিত মাত্রার মধ্যেই থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল