X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পে বেশি জোর দিতে হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ২০:৪৬আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২০:৪৯

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পে বেশি জোর দিতে হবে: নসরুল হামিদ


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি খাতের প্রকল্পগুলো তিন ভাগে বিভক্ত করতে হবে। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রকল্প, মধ্যম গুরুত্বপূর্ণ প্রকল্প এবং কম গুরুত্বপূর্ণ প্রকল্প—এভাবে বিভাজনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে বেশি জোর দিতে হবে।
শনিবার (২৬ এপ্রিল) প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অনুকূলে ২০১৯-২০ অর্থবছরের আরএডিপি বরাদ্দ ও মার্চ ২০২০ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের এই সময়ে আমাদের উন্নয়নের গতি যেন থেমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সতর্কতার সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নিজস্ব জ্বালানি ও খনিজ সম্পদ আহরণ ও উত্তোলনে সুনির্দিষ্ট ও স্বল্প মেয়াদি পরিকল্পনা দ্রুত নিন। অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নির্ধারণ করতে হবে। অর্থছাড়ের ক্ষেত্রেও অগ্রাধিকার বিবেচনা করতে হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় জিওবি ও বৈদেশিক সহায়তাপুষ্ট ৮টি, নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ১৬টি ও জিডিএফ অর্থায়নে বাস্তবায়নাধীন ৮টি অর্থাৎ মোট ৩২টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প নিয়ে আলোচনাকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনও সমস্যা হলে দ্রুততার সাথে দ্বি-পাক্ষিক, ত্রি-পাক্ষিক বা বহু-পাক্ষিক সভা করে সমস্যার সমাধান করতে হবে। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সচেতন থেকে দায়িত্ব পালনের অনুরোধ করেন।
ভার্চুয়াল এই সভায় অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বিপিসির চেয়ারম্যান মো. সামছুর রহমান ও পেট্রো বাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে