X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

সরকারি ভবনের বিদ্যুৎ সাশ্রয়ে নতুন উদ্যোগ

সঞ্চিতা সীতু
১৬ অক্টোবর ২০২০, ১২:০০আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১২:০০

সরকারি ভবনের বিদ্যুৎ সাশ্রয়ে নতুন উদ্যোগ জানালায় মোটা পর্দা, মাথার ওপর গুচ্ছ আলোর ঝলক—সরকারি ভবনের এটি সাধারণ চিত্র। বাইরের আলো আটকে দিয়ে কৃত্রিম আলো জ্বালিয়ে বিদ্যুতের অপচয় নিয়ে অনেক দিন ধরে কেবল আলোচনাই হয়ে আসছে। তবে এবার আলোচনা থেকে বেরিয়ে এসে এ নিয়ে কাজ করতে চাইছে টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)। ‘এনার্জি এফিসিয়েন্সি পাবলিক বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বলা হচ্ছে, এই প্রক্রিয়াতে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার করা হবে। একইসঙ্গে কীভাবে সরকারি ভবনের বিদ্যুৎ খরচ কমানো যায়, সেই চেষ্টাও করা হবে।

স্রেডা বলছে, এটি একটি মডেল হিসেবে কাজ করছে। এই মডেল অনুসরণ করলে সরকারি ভবনের জ্বালানি দক্ষতা বৃদ্ধি পাবে। এতে যেমন জ্বালানির সাশ্রয় হবে, তেমনই আর্থিকভাবে সরকারি খাত লাভবান হবে। এই উদ্যোগ বেসরকারি পর্যায়েও চালু করা যেতে পারে, যাতে করে ভবনে বিদ্যুৎ সাশ্রয় হবে। এতে ভোক্তার বিদ্যুৎ বিল এখনকার তুলনায় কমে আসবে।

ইতোমধ্যে রাজধানীর বেসরকারি খাতের কিছু ভবনকে জ্বালানি সাশ্রয়ী হিসেবে গড়ে তুলেছেন উদ্যোক্তারা। এসব ভবনে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার যেমন করা হচ্ছে, তেমনই ভবনে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের ব্যবস্থাও রাখা হয়েছে। এতে ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকছে। এ প্রক্রিয়ায় ঘর ঠাণ্ডা রাখার কাজে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে না।

স্রেডার চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহম্মদ আলাউদ্দিন বলেন, ‘আমরা এনার্জি এফিসিয়েন্সি নিয়ে পাঁচটি প্রকল্প হাতে নিয়েছি। এরমধ্যে পাবলিক বিল্ডিং একটি । জার্মানির উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেডের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমরা নিরীক্ষা কার্যকম শুরু করার উদ্যোগ নিচ্ছি।

সূত্র বলছে, এই প্রক্রিয়ায় প্রথমে একটি ভবন কী পরিমাণ জ্বালানি ব্যবহার করছে তা নিরীক্ষা করা হবে। এরপর কোথায় কীভাবে জ্বালানি সাশ্রয় করা যায়, তা দেখা হবে। সব শেষে ভবনগুলোর সংস্কারে একটি সুপারিশ করা হবে, যা মেনে চললে ভবনগুলোতে বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে।

জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়নে গত ৯ আগস্ট স্রেডার সঙ্গে জিআইজেড-এর সভা হয়। তারা মোট ১৫টি বিল্ডিং প্রাথমিকভাবে নির্বাচন করে। এরপর চূড়ান্ত নির্বাচনে ১২টি বিল্ডিংয়ে জ্বালানি সাশ্রয়ী কার্যক্রম পরিচালনার জন্য জরিপ করার উদ্যোগ নেয় স্রেডা। এ কাজে জিআইজেডের টেকনিক্যাল কনসালটেশন টিম নিয়োগের কাজও করা হচ্ছে। জিআইজেড ইওআই (এক্সপ্রেসন অব ইন্টারেস্ট) আহ্বান করে। এতে ১৬টি প্রতিষ্ঠান ইওআই জমা দেয়। এদের আর্থিক ও কারিগরি মূল্যায়ন শেষ করা হয়েছে।

স্রেডার কর্মকর্তারা বলছেন, এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চেয়ে এক মেগাওয়াট সাশ্রয় করা উত্তম। সারাবিশ্বই এই নীতি মেনে চলে। কিন্তু আমাদের এখানে অনেক ক্ষেত্রে বিদ্যুতের অপচয় হয়। যেসব যন্ত্রাংশ বিদ্যুৎ সাশ্রয়ী সেগুলো লাগানোর বিষয়ে কোনও দিক নির্দেশনাও নেই। ফলে দামে সস্তা যন্ত্রাংশ ব্যবহার করা হয়, যা মূলত বিদ্যুতের অপচয়কে অনেকাংশে বাড়িয়ে দেয়। নিরীক্ষা করে এসব বিষয়ে উদ্যোগ নিলে জ্বালানি সাশ্রয় করা সম্ভব।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের আইপিএল চুক্তির বিষয়ে অবগত নয় বিসিবি
মোস্তাফিজের আইপিএল চুক্তির বিষয়ে অবগত নয় বিসিবি
ডেন্টাল এনাটমিতে ‘প্রথম এমডি’ করেছেন দুই চিকিৎসক 
ডেন্টাল এনাটমিতে ‘প্রথম এমডি’ করেছেন দুই চিকিৎসক 
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খালেদের চার উইকেট, ২২৬ রান নিউজিল্যান্ড ‘এ’ দলের
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খালেদের চার উইকেট, ২২৬ রান নিউজিল্যান্ড ‘এ’ দলের
স্বপ্ন না দেখে গর্তে ঢুকে গেলাম, তাহলে কিছুই পাল্টাবে না: ড. ইউনূস
স্বপ্ন না দেখে গর্তে ঢুকে গেলাম, তাহলে কিছুই পাল্টাবে না: ড. ইউনূস
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ