X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের রফতানি এখনও আশানুরূপ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১৮:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮:২৩

মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের রফতানি এখনও আশানুরূপ নয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ‘মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা’ শীর্ষক ওয়েবিনারে এই মন্তব্য করেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান। তার তথ্যানুযায়ী, ‘বাংলাদেশের মোট রফতানির মাত্র ৩ শতাংশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায় এবং মোট আমদানিকৃত খনিজ পদার্থের ১৯ শতাংশ আরব দেশগুলো থেকে আমদানি করা হয়।’

রফতানি আশানুরূপ না হওয়ার কারণ হিসেবে বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাক খাতের বহুমুখীকরণের অভাব, অদক্ষ মানবসম্পদ, হালাল পণ্য রফতানিতে প্রয়োজনীয় সনদ ও টেস্টিং ল্যাবরেটরির অনুপস্থিতি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে এফটিএ ও পিটিএ’র অভাবকে তুলে ধরেছেন ঢাকা চেম্বারের সভাপতি। তার মন্তব্য, ‘এসব কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্য প্রত্যাশিত হারে রফতানি করা যাচ্ছে না।’

প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক যথাযথ পরিকল্পনার অভাবকেই দায়ী করেন, ‘আমাদের উদ্যোক্তারা এখনও মধ্যপ্রাচ্যের বাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে পারছে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রতিবছর ৫৩০ কোটি ডলারের বাজারে তৈরিপোশাক খাতের পণ্য আমদানি করলেও সেখানে আমাদের উৎপাদিত তৈরি পোশাক রফতানির পরিমাণ মাত্র ২২ কোটি ৬০ লাখ ডলার।’

ঢাকা চেম্বারের সভাপতি উল্লেখ করেন, ‘আমাদের মোট রেমিট্যান্সের ৫৫ শতাংশ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে। বাংলাদেশে প্রায় ১২ কোটি ৩০ লাখ ডলারের বিনিয়োগ করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।’

ওয়েবিনারে নির্ধারিত আলোচনায় ঢাকা চেম্বারের সভাপতি মনে করিয়ে দিয়েছেন, ‘অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, জিডিপি’র প্রায় ৮৫ শতাংশই বেসরকারি খাত থেকে আসবে। তাই এই খাতের উন্নয়নে সরকারের সহযোগিতার পাশাপাশি বিদেশি বিনিয়োগ অপরিহার্য।’

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, ‘আমাদের অর্থনীতি প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে শ্রমভিত্তিক শিল্প থেকে সেবা এবং তথ্যপ্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সরকার ও বেসরকারি খাতের মধ্যকার সমন্বয় বেড়েছে।’

উপদেষ্টার আশা, আগামীতে সমন্বয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তার মতে, ‘বাংলাদেশের ওষুধ, এপিআই, গৃহস্থালীতে ব্যবহৃত ইলেক্ট্রনিক সামগ্রী, তথ্যপ্রযুক্তি প্রভৃতি খাতে বিনিয়োগ অত্যন্ত সম্ভাবনাময়।’

যেকোনও দেশে বিনিয়োগের আগে সেখানকার বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নিতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা। তার ভাষ্য, ‘ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে ইতোমধ্যে গভীর সমুদ্রবন্দর ও আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণসহ অবকাঠামো খাতে বেশকিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।’

দেশের সার্বিক অবকাঠামো ব্যবস্থাপনা উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান ড. মসিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগের জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহোমদি। তার দেওয়া তথ্যানুযায়ী, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ‘বাংলাদেশ-ইউএই বিজনেস কাউন্সিল’ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগে আগ্রহী সাউদি ইন্ডাস্ট্রিয়াল এক্সপোর্ট কোম্পানি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলাইমান আল জেদাই আশাবাদ ব্যক্ত করেন, এখানকার উৎপাদিত পণ্য আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় রফতানি করা হবে।

লাল তীর সিড লিমিটেডের পরিচালক তাজওয়ার এম আউওয়াল বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশে উৎপাদিত রাসায়নিকমুক্ত নিরাপদ শাক-সবজির প্রচুর চাহিদা রয়েছে। তাই বাংলাদেশ থেকে উন্নত জাতের বীজ আমদানি করা হচ্ছে। তিনি জানান, কাতার প্রতিবছর ১৫ লাখ মার্কিন ডলারের শাক-সবজি আমদানি করে। তার আশা, মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশে উৎপাদিত শাক-সবজি রফতানি করা সম্ভব হলে দেশের কৃষিখাতে আমূল পরিবর্তন আসতে পারে। 

‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ শীর্ষক সপ্তাহব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে ছিল এই ওয়েবিনার। বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এর আয়োজন করেছে।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা