X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

দাম বেড়েছে গুঁড়ো দুধের, বেশিরভাগ অপরিবর্তিত

গোলাম মওলা
০১ জুলাই ২০২২, ১৭:১১আপডেট : ০১ জুলাই ২০২২, ১৭:১১

গত সপ্তাহের তুলনায় এক কেজি ফ্রেশ ব্র্যান্ডের গুঁড়ো দুধের দাম ৯০ টাকা বেড়ে হয়েছে ৬৯০ টাকা। মার্কস ব্র্যান্ডের দুধের কেজিতে বেড়েছে ৪০ টাকা। গত সপ্তাহে ৬৪০ টাকার মার্কস গুঁড়ো দুধ এখন বিক্রি হচ্ছে ৬৮০ টাকায়।

সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে গুঁড়ো দুধের দাম বেড়েছে ৭ শতাংশের কাছাকাছি।

গুঁড়ো দুধ ব্যবসায়ীরা বলছেন, একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে আমদানি ব্যয়—দুটোই বেড়েছে। এ কারণে বাড়ছে গুঁড়ো দুধের দামও।

কাওরান বাজারের গুঁড়ো দুধ‌ ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আগের দামে গুঁড়ো দুধ পাচ্ছি না। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। আমদানিতে খরচ বেড়েছে।

 

আরও বেড়েছে

রাজধানীর বাজারগুলোতে ৩৮০ টাকার আমদানি করা শুকনো মরিচের দাম বেড়ে হয়েছে ৪০০ টাকা। এছাড়া, গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। গত সপ্তাহে যে পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হয়েছে, তা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। দুই সপ্তাহ আগেই পেঁয়াজের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা।

একইভাবে আলুর দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। গত সপ্তাহের ২৫-২৮ টাকা কেজির আলু এখন ৩০-৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টিসিবির তথ্য অনুযায়ী আলুর দাম বেড়েছে কেজিতে ৫ শতাংশ।

দাম বাড়ার তালিকায় রয়েছে মসুর ডাল ও অ্যাংকর ডাল। গত সপ্তাহে ১২৫ টাকা কেজির মসুর ডাল এখন ১৩০ টাকায। ১১৫ টাকার ডাল হয়েছে ১২০ টাকা। ৫৫ টাকা কেজির অ্যাংকর বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

তবে বেশিরভাগ সবজি, মুরগি ও গরুর মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। 

মুরগির বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি ১৪৫-১৫০ টাকা। কক বা সোনালি মুরগির কেজি আকারভেদে ২৫০-২৮০ টাকা। গরুর মাংস ৬৮০ ও খাসির মাংস ৮৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মুরগির ডিম (লাল) প্রতি ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কোথাও আবার তার ১২৫ টাকাও নেওয়া হচ্ছে। দেশি মুরগির ডিম ১৯০ থেকে ২০০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

 

সবজির দাম

ব্যবসায়ীরা গত সপ্তাহের মতো সবচেয়ে বেশি দামে বিক্রি করছেন গাজর। এক কেজি গাজর এখন ১২০-১৫০ টাকা। গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। বাজারে নতুন আসা কাকরোলের কেজি ৬০-৮০ টাকা। কাঁচা পেঁপে ২৫-৩০ টাকা, পটল, ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, কাঁচা কলার হালি ৩০-৪০ টাকা এবং কচুর লতি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

পাকা টমেটোর কেজি আগের মতো ৭০ থেকে ৮০ টাকা আছে। অপরিবর্তিত রয়েছে বরবটি ও বেগুনের দাম। বরবটি ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা। করলাও গত সপ্তাহের মতো ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

 

মাছের দাম

বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ মাছের দাম অপরিবর্তিত আছে। বাজারে যোগানও আছে পর্যাপ্ত।

দাম বেড়েছে গুঁড়ো দুধের, বেশিরভাগ অপরিবর্তিত

শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০-৪৬০ টাকা দরে। শোল মাছের কেজি ৪০০-৬০০ ও কৈ ২০০-২৩০ টাকা। রুই মাছের কেজি ৩০০-৪৫০ টাকা। এছাড়া, তেলাপিয়া ও পাঙাস ১৬০-১৮০ টাকা এবং পাবদার দাম ৩০০-৪৫০ টাকা।

/এফএ/
সম্পর্কিত
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
চাল-সবজির বাজার ঊর্ধ্বমুখী
অ্যান্ড্রয়েড অ্যাপে জানা যাবে বাজারদর
সর্বশেষ খবর
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!