X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

দাম বেঁধে দেওয়ায় ডলারের বাজার অস্থির: ড. জাহিদ হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ২৩:০৫আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২৩:০৫

ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) থেকে দাম বেঁধে দেওয়ার কারণে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি  হয়েছে। এই মডেল থেকে বেরিয়ে আসতে হবে। তাই একবারে না পারলেও আস্তে আস্তে বৈদেশিক মুদ্রার দর বাজারের ওপর ছেড়ে দেওয়া জরুরি বলে মনে করেন বিশ্বব্যাংক বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ অব্যাহত রাখার পরামর্শ দেন জাহিদ হোসেন। এছাড়াও ঋণ সুদহার ক্রমান্বয়ে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক তা সংরক্ষণের নীতি গ্রহণের পরামর্শ দেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইতোমধ্যে নীতি সুদহার একক বিনিময় হার, অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করার মাধ্যমে বৈদেশিক মুদ্রার ব্যয় সাশ্রয়ের উল্লেখপূর্বক ভবিষ্যতে সময়োপযোগী নীতি উদ্যোগ গ্রহণের বিষয়টি তাকে অবহিত করা হয়।

বৈঠক শেষে ড. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘চলমান অর্থনৈতিক সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংক কী কী পদক্ষেপ নিয়েছে তা জানানো হয়। সামনে কী কী পদক্ষেপ নেওয়া যায়, এ বিষয়ে আমাদের কাছে পরামর্শ চাওয়া হয়। আমরা সবাই জানি চ্যালেঞ্জগুলো কী। ঋণের সুদের হার, ডলার মার্কেটে অস্থিরতা এবং ঝুঁকিভিত্তিক সম্পদ এখন সবচেয়ে বড় বোঝা। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে আরও কিছু পদক্ষেপ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী নীতির আরও পরিবর্তন আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘চলমান অর্থনৈতিক সমস্যা সমাধানে তিনটি জায়গায় আমাদের কাজ করতে হবে— সুদহারের নীতি, বৈদেশিক মুদ্রার দর ও দুর্দশাগ্রস্ত ঋণ কমানো। এর মধ্যে আমরা কিছু পরামর্শ দিয়েছি, তা হলো— এবিবি ও বাফেদার পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে।’

এর আগে গত সোমবার (২৩ অক্টোবর) গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে সংস্থাটি জানায়, ডলার সংকট নিরসনে সম্প্রতি নেওয়া রেমিট্যান্সে প্রণোদনা দীর্ঘ মেয়াদি সুফল আসবে না। ডলার রেট পুরোপুরি বাজারের ওেপর ছেড়ে দিতে হবে।

সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান  বলেন, ‘বাংলাদেশ থেকে প্রচুর অর্থপাচার হচ্ছে। অর্থপাচার বন্ধ না হলে রেমিট্যান্স বাড়বে না। যারা অর্থপাচার করছে তাদের তথ্য কি বাংলাদেশ ব্যাংকের কাছে নেই?’

এ সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, কারা পাচার করছে তাদের আইডেন্টিফাই করা যায়। তবে তথ্য প্রমাণ না থাকায় আইনের আওতায় আনা যায় না।

এ বিষয়ে আমরা (সানেম) দ্বিমত প্রকাশ করেছি, কারণ যদি পাচারকারীদের আইডেন্টিফাই করা যায়, তাহলে বাংলাদেশ ব্যাংক ও সরকারের যে বিশেষ সংস্থা আছে, তারা যদি ইচ্ছে করে পাচারকারীদের তথ্য প্রমাণ বের করা কঠিন হওয়ার কথা না। এ বিষয়ে ব্যবস্থা নিতে জোর দিয়েছি। কারণ অর্থপাচার বন্ধ না হলে রেমিট্যান্স বাড়বে না।

এর আগে  গত ২১ সেপ্টেম্বর  তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে একই বিষয়ে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। তিনি নতুন করে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দিতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেন। পরবর্তীকালে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের  সঙ্গেও বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
ঈদুল আজহার ছুটি: ১১-১২ জুন বন্ধ, ১৭ ও ২৪ মে খোলা আর্থিক প্রতিষ্ঠান
মূল্যস্ফীতি কমছে: গভর্নর
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল