রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে আরও আছেন ব্যাংকিং ডিভিশনের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস এবং বুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অর্থমন্ত্রী জানান, কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।
এর আগে রবিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বলেছিলেন, ‘এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এরই ধারাবাহিকতায় সোমবার এ কমিটি গঠন করা হয়।’
এসআই/জিএম/এসটি/