X
শুক্রবার, ২০ জুন ২০২৫
৫ আষাঢ় ১৪৩২

সরকারের ষষ্ঠ সুকুক ইস্যুতে রেকর্ড সাড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মে ২০২৫, ২১:০৩আপডেট : ১৯ মে ২০২৫, ২১:০৩

বাংলাদেশ সরকারের ষষ্ঠ বিনিয়োগ সুকুক ‘আরডিআইআরডব্লিওএসপি সোশিও- ইকোনমিক ডেভেলপমেন্ট সুসুক’র নিলাম সোমবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (আরডিআইআরডব্লিওএসপি) বিপরীতে ইস্যু করা এ ইজারা ভিত্তিক সুকুকের অভিহিত দাম ২ হাজার কোটি টাকা। এর মেয়াদ ৭ বছর এবং বার্ষিক ভাড়া হার সাড়ে ১০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচ্য নিলামে শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক উইন্ডোজ, ব্যক্তি, প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন বিনিয়োগকারী মোট ৮ হাজার ৩৪৭ দশমিক ৬০৯ কোটি টাকার বিড দাখিল করেছে, যা নির্ধারিত পরিমাণের প্রায় ৪ দশমিক ১৭ গুণ। ফলে প্রাপ্য অনুপাতে সুকুক বরাদ্দ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যক্তিপর্যায়ে এবং প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগকারীদের থেকে এবার সর্বোচ্চ সাড়া পাওয়া গেছে। এবার ইস্যু করা ২ হাজার কোটি টাকার সুকুকের মধ্যে প্রায় ৩৫০ কোটি টাকার জন্য ১৩৯টি আবেদন গৃহীত হয়েছে, যা ইস্যুর ১৭ দশমিক ৫ শতাংশ। তুলনামূলকভাবে পূর্ববর্তী ৫টি সুকুকে এই অংশগ্রহণ ছিল মাত্র ১ দশমিক ৪ শতাংশ।

উল্লেখ্য, গত ৫টি সুকুক ইস্যুর মাধ্যমে সরকার ইতোমধ্যে ২২ হাজার কোটি টাকা উত্তোলন করেছে। সুকুকের মাধ্যমে শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উদ্বৃত্ত তারল্য উন্নয়ন প্রকল্পে ব্যবহার এবং এসব প্রতিষ্ঠানের জন্য বিকল্প বিনিয়োগ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এছাড়া এসব সুকুক স্ট্যাচুটোরি লিকুইডিটি রিজার্ভ হিসেবে ব্যবহারের পাশাপাশি জামানত হিসেবে রেখে বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি গ্রহণ করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও বলা হয়, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ উইন্ডোজ নির্ধারিত বরাদ্দের প্রায় ১৮ গুণ বেশি বিড জমা দিয়েছে, যা বিনিয়োগকারীদের আগ্রহের একটি বড় প্রমাণ।

এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এ সুকুক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
সুইস ব্যাংকে বাংলাদেশিদের নামে জমা অর্থে রেকর্ড উল্লম্ফন
এটিএম-সিআরএমে নতুন নোটের ভোগান্তি দূর হবে কবে
দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে গুগল পে: ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা
সর্বশেষ খবর
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী ৩ কলেজ বন্ধু নিহত
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী ৩ কলেজ বন্ধু নিহত
মেসির ফ্রি কিকে পোর্তোকে হারালো মায়ামি
মেসির ফ্রি কিকে পোর্তোকে হারালো মায়ামি
বিশ্বের শীর্ষ ৫০ শহরের তালিকা থেকে বাদ পড়লো লন্ডন
বিশ্বের শীর্ষ ৫০ শহরের তালিকা থেকে বাদ পড়লো লন্ডন
নোয়াখালীতে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক বাড়িঘর, আহত ১০
নোয়াখালীতে ঝড়ে লন্ডভন্ড অর্ধশতাধিক বাড়িঘর, আহত ১০
সর্বাধিক পঠিত
আর চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাক ইস্যুতে উপদেষ্টা আসিফ
আর চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাক ইস্যুতে উপদেষ্টা আসিফ
ঐকমত্য কমিশনের সংলাপে মহাজোটের ২ শরিককে আমন্ত্রণ, নুর ও ইরানের ক্ষোভ
ঐকমত্য কমিশনের সংলাপে মহাজোটের ২ শরিককে আমন্ত্রণ, নুর ও ইরানের ক্ষোভ
নানার সূত্রে বাংলাদেশের হয়ে খেলতে রাজি জায়ান হাকিম
নানার সূত্রে বাংলাদেশের হয়ে খেলতে রাজি জায়ান হাকিম
ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ট্রাম্প
ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ট্রাম্প
যেন আকাশ ভেঙে পড়ছিল, ইসরায়েলি হামলার বর্ণনায় তুর্কি সীমান্তে ইরানিরা
যেন আকাশ ভেঙে পড়ছিল, ইসরায়েলি হামলার বর্ণনায় তুর্কি সীমান্তে ইরানিরা