X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশে ভাষা কোর্সের ফি পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৯:২৪আপডেট : ২২ মে ২০২৫, ১৯:২৪

বিদেশে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ও টিউশন ফি পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশে এই ধরনের কোর্সে ভর্তি ফি পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। পাশাপাশি ভাষা কোর্সে ভর্তি হতে ব্যাচেলর ডিগ্রির শর্তও আর প্রযোজ্য হবে না।

বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শিক্ষা কোর্স, কিংবা পেশাগত ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীরা এখন থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় অর্থ পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এতদিন ব্যাচেলর বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, অথবা তার পূর্বশর্ত হিসেবে থাকা কোর্সগুলোর ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় মুদ্রা ছাড়ের অনুমতি থাকলেও, ভাষা কোর্সে সরাসরি ফি পাঠানোর ক্ষেত্রে কিছু জটিলতা ছিল। নতুন সার্কুলারের মাধ্যমে সেই জটিলতা দূর হলো।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বিদেশে বিশেষ করে জাপান, কোরিয়া বা ইউরোপের কিছু দেশে ভাষা শিক্ষা কোর্সের সার্টিফিকেট থাকলে চাকরি পাওয়া তুলনামূলক সহজ হয়। এসব ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির প্রয়োজনও পড়ে না। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশে কর্মসংস্থানের পথ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, কর্মসংস্থানের দিক থেকেও গুরুত্বপূর্ণ সম্ভাবনার দরজা উন্মোচন করবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
জালিয়াতির অভিযোগে নগদের বিরুদ্ধে কঠোর বাংলাদেশ ব্যাংক
সরকারের ষষ্ঠ সুকুক ইস্যুতে রেকর্ড সাড়া
আরও দুর্বল হলো টাকা
সর্বশেষ খবর
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ক্রলি, ডাকেট ও পোপের সেঞ্চুরিতে প্রথম দিনেই ইংল্যান্ডের রান উৎসব
ক্রলি, ডাকেট ও পোপের সেঞ্চুরিতে প্রথম দিনেই ইংল্যান্ডের রান উৎসব
নাশকতা মামলায় কেন্দ্রীয় নেতা অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস
নাশকতা মামলায় কেন্দ্রীয় নেতা অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস
নতুন পররাষ্ট্র সচিবের জন্য যত চ্যালেঞ্জ
নতুন পররাষ্ট্র সচিবের জন্য যত চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ