X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে প্রায় ৪০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৫:৩৪আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৫:৩৬

ডিএসই ও সিএসই সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ সয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৩০ পয়েন্ট।

গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৮৫ লাখ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ১৩ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪০৮ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪১২ কোটি ৯৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৪৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে ২৭ কোটি ৫২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে এবং ৩ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  লংকা-বাংলা ফিন্যান্স, আমান ফিড, ওরিয়ন ইনফিউশন, কেয়া কসমেটিকস, কেডিএস এক্সেসরিজ, ড্রাগন সোয়েটার, কাশেম ড্রাইসেল, এএফসি অ্যাগ্রো এবং ফুওয়াং সিরামিকস।
বৃহস্পতিবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৫ কোটি ১৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বৃদ্ধি পেয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৪০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৯ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪০৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৬৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৮৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডেল্টা ব্রাক হাউজিং, ড্রাগন সোয়েটার, লংকা-বাংলা ফিন্যান্স, কেয়া কসমেটিকস, কেডিএস এক্সেসরিজ, বিএসআরএম লিমিটেড, আইটিসি, লাফার্জ সুরমা সিমেন্ট, কাশেম ড্রাইসেল এবং এমারেল্ড অয়েল।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ