X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতে কয়লার রিজার্ভ তলানিতে, রামপালের জ্বালানি নিয়ে অনিশ্চয়তা

রঞ্জন বসু, দিল্লি
০৭ অক্টোবর ২০২১, ০০:৩২আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০০:৩২

ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কয়লার মজুত আছে আর চার দিনের। দেশটিতে কয়লার এই বিপর্যয়ের প্রভাব বাংলাদেশের রামপাল বিদ্যুৎকেন্দ্রেও পড়বে কিনা সে প্রশ্ন উঠেছে জোরেশোরে।

বস্তুত ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো এখন যে ধরনের কয়লা সংকটে পড়েছে তা ইতিহাসে আগে কখনও হয়নি। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং স্বীকারই করে নিয়েছেন, আগামী আরও অন্তত ছয় মাস কয়লার সরবরাহ ‘অস্বস্তিকর’ পর্যায়ে থাকবে। 

ভারতে কয়লার রিজার্ভ তলানিতে, রামপালের জ্বালানি নিয়ে অনিশ্চয়তা

এদিকে, ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে সুন্দরবনের কাছে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ পর্যায়ে। কয়লানির্ভর কেন্দ্রটির জ্বালানির পুরোটাই আসার কথা ভারত থেকে। 

ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) রামপাল প্রকল্প বাস্তবায়নের কাজে যুক্ত। সেই সংস্থার সূত্র দাবি করছে, রামপাল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ এখনও ঘটেনি।

এনটিপিসি’র এক শীর্ষ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘রামপাল কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে আরও কয়েক মাস আছে। আশা করা যায় তার আগেই ভারতের কয়লা সংকট কেটে যাবে।’

প্রশ্ন উঠেছে, ভারতে আচমকা বিপুল ঘাটতি দেখা দিলো কেন? 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মহামারির পর অর্থনীতির চাকা যে আবার ঘুরতে শুরু করেছে তাতেই বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে এবং ভারতের কোলিয়ারিগুলো সেই চাহিদার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না।

মহামারির আগে আগস্ট ২০১৯-এ যেখানে ভারতে বিদ্যুতের মোট চাহিদা ছিল মোট ১০৬ বিলিয়ন ইউনিট, সেই জায়গায় এ বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ বিলিয়ন ইউনিটে। কয়লাখনিগুলোতে উৎপাদন সেই হারে বাড়েনি। আবার, ২০১৯-এ যেখানে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৬২% ছিল তাপবিদ্যুৎ, চলতি বছরে সেটা ৬৬.৫ শতাংশ বেড়েছে। এতেও চাপ বেড়েছে কয়লার ওপর।

এসব কারণে ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে যেখানে অন্তত ১৪ দিনের মজুত রাখার লক্ষ্যমাত্রা ধরা হয়, গত ৪ অক্টোবর সেখানে ১৬টি বিদ্যুৎকেন্দ্রে একদিনের মজুতও ছিল না। ৪৫টি কেন্দ্রে মাত্র দুদিন উৎপাদন করার মতো কয়লা অবশিষ্ট ছিল।

/এফএ/ইউএস/
সম্পর্কিত
কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরে আবারও কয়লা আমদানি শুরু
কয়লা উত্তোলনে পেপার ওয়ার্কই শেষ হয় না!
জ্বালানি খাতের নীতি বিষয়ক কমিশন গঠনসহ ৭ দাবি বাপা’র
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ