X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

এক বছরেই বদলে গেছে আরইবির মডেল গ্রাম

সঞ্চিতা সীতু
৩১ জানুয়ারি ২০২২, ২১:৩১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৯

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা বদলে দিতে পারে গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ‘মডেল গ্রাম’ ফর্মুলা বিশ্লেষণে উঠে এসেছে সেই চিত্র। দেখা গেছে, এক বছরেই কৃষির নানা খাতে মডেল গ্রামগুলোতে প্রবৃদ্ধি হয়েছে ২৫ থেকে ১২২ ভাগ।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে মডেল গ্রামে গড়ে উঠছে ভারী শিল্প। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। বলা হচ্ছে এক বছরেই গ্রামগুলোতে কর্মসংস্থান বেড়েছে ৪৪ ভাগ।

গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেলেও নিরবচ্ছিন্ন সরবরাহ না পাওয়ার পুরনো অভিযোগ রয়েই গেছে। আরইবি বলছে, গ্রামীণ জনপদেও শহরের সেবা সম্প্রসারণ করতে চায় তারা। এ জন্য দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ৮০টি মডেল গ্রাম বেছে নেওয়া হয়েছিল। যেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে।

সরকারের হাতে উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে। কিন্তু অবকাঠামোগত জটিলতায় সবখানে সবসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে গ্রীষ্মে চাইলেই চাহিদার পুরো বিদ্যুৎ দেওয়া যায় না। বর্ষাতেও ঝড়ের কারণে সংকটে পড়ে আরইবি।

কিন্তু কোনও গ্রামে বিদ্যুৎনির্ভর শিল্প গড়ে তোলা হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেলে বিনিয়োগকারী সংকটে পড়বেন। সেক্ষেত্রে মুনাফার বদলে লোকসান গুনতে হতে পারে।

আরইবি বলছে, সারাদেশে এখন গ্রাম আছে ৮৮ হাজার ৭৭৮টি। এরমধ্যে আরইবির ভৌগোলিক এলাকায় পড়েছে ৮৪ হাজার ৭০০টি। এসব গ্রামের প্রায় সবগুলোতেই বিদ্যুৎ আছে। এরমধ্যেই ৮০টি মডেল গ্রামে দেওয়া হয়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। আরইবি বলছে, এক বছরেই যে ইতিবাচক পরিবর্তন ঘটেছে তা চোখে পড়ার মতো।

ওই ৮০টি গ্রামে আগে আরইবি বিদ্যুৎ বিক্রি করতো ২০ কোটি ৫৪ লাখ ২৯ হাজার টাকার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৯ লাখ ৫৭ হাজার টাকায়। এতে যে শুধু গ্রাহক উপকৃত হয়েছেন তা নয়, আরইবিও লাভবান হয়েছে। এখানে গ্রাহকও বেড়েছে ২৪ হাজার ৮৮১ জন। শতকরার হিসাবে যা ১৫ ভাগ।

কৃষি সেচের সংখ্যা আগে ছিল ৫১৬, এখন ১৪৬টি বেড়ে হয়েছে ৭১৬টি। বৃহৎ ও মাঝারি শিল্প সংযোগ ছিল ২৮৯, এখন ৩০৬। পোল্ট্রি শিল্পের সংখ্যা ১৫৫ থেকে ২৮৭টি হয়েছে। আগে যেখানে ৫০টি মাছের খামার বিদ্যুৎ ব্যবহার করতো এখন সেখানে ১১১টি মাছের খামার বিদ্যুৎ নিচ্ছে।

বলা হচ্ছে, এসব গ্রামে আগে শিল্প কারখানায় ১৭ হাজার ৮৯৪ জন কাজ করতো। এখন সেখানে কাজ করছে ২৫ হাজার ৭২৮ জন। অর্থাৎ ৭ হাজার ৮৩৪ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শতকরা হিসাবে যা ৪৪ ভাগ বেড়েছে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলে গ্রামে শিল্পের বিকাশ হলে শহরের ওপর চাপ কমবে বলে মনে করা হচ্ছে।

আরইবির এই মডেল গ্রাম নিয়ে বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আরইবির এই উদ্যোগ প্রশংসনীয়। এমন গ্রাম সারা দেশেই হতে পারে। আরও গ্রামে এই উদ্যোগ নেওয়া উচিত।

তিনি বলেন, কর্মসংস্থান বাড়ানোর এই উদ্যোগে আরইবি ছাড়া অন্য বিতরণ কোম্পানিও অনুসরণ করতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে আরইবির সদস্য আমজাদ হোসেন বলেন, আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী ৮০টি গ্রামকে মডেল গ্রাম বানিয়েছি। এসব গ্রামে বিদ্যুৎ দেওয়া হয়েছে নিরবচ্ছিন্ন। বিদ্যুৎ দেওয়ার ফলে সেখানে অনলাইন সেবাগুলোও দ্রুতগতিতে চলছে। পাশাপাশি গড়ে উঠেছে নানা শিল্প। আমরা আরও গ্রামকে এভাবে আলোকিত করে তুলতে চাই। অন্যরাও এই মডেল অনুসরণ করে গ্রামগুলো আলোকিত করতে পারে।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ