X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ডিমান্ড চার্জ দিচ্ছে না পিডিবি, তিতাসের নালিশ

সঞ্চিতা সীতু
১২ মার্চ ২০২২, ১৯:৩২আপডেট : ১২ মার্চ ২০২২, ১৯:৩২

সাধারণ গ্রাহককে গ্যাস বা বিদ্যুৎ কিনলে ডিমান্ড চার্জ পরিশোধ করতে হয়। বিলের সঙ্গেই এটি প্রতি মাসে বিতরণ কোম্পানি নিয়ে নেয়। কিন্তু সরকারি তো বটেই, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা গ্যাস কেনার জন্য কোনও ডিমান্ড চার্জ পরিশোধ করছে না। তবে এবার আর ছাড় দিতে রাজি নয় তিতাস। জ্বালানি বিভাগে এ বিষয়ে নালিশ জানিয়েছে তারা।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, সম্প্রতি জ্বালানি বিভাগের সমন্বয় সভায় পিডিবির ডিমান্ড চার্জ পরিশোধ না করার বিষয়টি উত্থাপন করে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। বৈঠকে তিতাসের পক্ষ থেকে বলা হয়, পিডিবি কোনও ডিমান্ড চার্জ পরিশোধ করে না। এ বিষয়ে দীর্ঘ দিন পিডিবির সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হলেও তারা বিষয়টিকে পাত্তাই দেয় না। বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের মধ্যে যেসব বিষয়ে মতবিরোধ রয়েছে এটি তারমধ্যে অন্যতম।

সূত্র জানায়, দেশে এখন দৈনিক বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় দেড় হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। দেশের সবগুলো গ্যাস বিতরণ কোম্পানি সরকারি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করে। এসব কেন্দ্রের গ্যাস বিল সরাসরি পিডিবি থেকে পরিশোধ করা হয়। কিন্তু গ্যাসের দাম দেওয়া হলেও ডিমান্ড চার্জ পরিশোধ করা হয় না।

বিষয়টির আশু সমাধানের জন্য জ্বালানি বিভাগের হস্তক্ষেপ কামনা করে তিতাস। জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মাহবুবুর রহমান বিষয়টি সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের সঙ্গে দ্রুত আলোচনার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ বিষয়ে তিতাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আমরা দীর্ঘদিন ধরেই ডিমান্ড চার্জ চাইছি। কিন্তু পিডিবি দিচ্ছে না। আবার নতুন করে চাইলাম। এখনও পিডিবি আশান্বিত হওয়ার মতো কিছু শোনায়নি।

তিনি বলেন, বিদ্যুৎ বিতরণে প্রতি কিলোওয়াটে একটি ডিমান্ড চার্জ নেয় বিতরণ কোম্পানি। গ্যাসেও সেটি রয়েছে। কিন্তু আমরা পিডিবির কাছ থেকে ডিমান্ড চার্জ পাচ্ছি না। এ চার্জ বাবদ যে অর্থ পাওয়া যায় তা দিয়ে কোম্পানির পরিচালন ব্যয় ও রক্ষণাবেক্ষণ করে থাকি। সেখানে বিরাট একটা ঘাটতি তৈরি হচ্ছে।

সূত্র বলছে, গ্যাস এবং বিদ্যুতের দাম ঠিক করার সময় ডিমান্ড চার্জ ঠিক করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সব শেষ ২০১৯ সালের গ্যাসের দাম বৃদ্ধির আদেশে বলা হয়েছে আবাসিক ছাড়া অন্য গ্যাস গ্রাহকদের মাসিক অনুমোদিত লোডের বিপরীতে ১০ পয়সা করে প্রতি ঘনমিটারে ডিমান্ড চার্জ পরিশোধ করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। সম্ভবত এটা তাদের ইন্টারনাল বিষয়।

এ বিষয়ে জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, গ্যাসের জন্য ডিমান্ড চার্জ দেওয়ার বিষয়ে বিইআরসির একটি নির্দেশনা আছে। সেক্ষেত্রে অ্যালোকেশন থাকতে হবে, সেটা থাকলে আমি ব্যবহার করি আর না করি, ডিমান্ড চার্জ দিতে হবে। তিনি বলেন, এই অ্যালোকেশনের বিষয়টি তিতাসের সঙ্গে আমাদের ফাইনাল হয়নি। এ কারণে ডিমান্ড চার্জ নিয়ে কাজ চলছে।

চেয়ারম্যান বলেন, কোনও বিদ্যুৎকেন্দ্রে তিতাস কী পরিমাণ গ্যাস দেয় তার হিসাব এখনও নির্দিষ্ট করা হয়নি। সেটা করা হচ্ছে। তিতাসের ডিমান্ড চার্জ অবশ্যই দিয়ে দেওয়া হবে। এখন দুই কোম্পানির মধ্যে চিঠি চালাচালি চলছে। আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হবে।

/এফএ/
সম্পর্কিত
গোপনে মজুত করে রাখা ৯০০ গ্যাস সিলিন্ডার উদ্ধার
এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয়: ফাওজুল কবির খান
আবারও কমলো এলপিজির দাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে