X
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি ভোক্তাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১৮:৩৪আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৮:০৯

বর্তমান বাজারে নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অগ্রহণযোগ্য বলে মনে করছেন ভোক্তারা। তারা কোম্পানিগুলোর এই প্রস্তাব বাতিলের দাবি জানান।

প্রসঙ্গত, আবাসিকসহ সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। গ্যাস কোম্পানিগুলোর উন্নয়ন কার্যক্রম বাড়ানোর অজুহাতে এই দামের প্রস্তাব করেছে কোম্পানিগুলো।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে সুন্দরবন গ্যাস কোম্পানি এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গণশুনানিতে এ দাবি জানান ভোক্তারা।

এ বিষয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, ‘গ্যাস কোম্পানিগুলো প্রচুর মুনাফা করছে। সরকারকে উদ্বৃত্ত টাকা দিচ্ছে। উন্নয়ন কাজের জন্য গ্রাহকের পকেট থেকে এখনই গ্যাসের দামের সঙ্গে গ্যাস উন্নয়ন তহবিলের নামে টাকা কেটে রাখা হচ্ছে। এই অবস্থায় কোম্পানিগুলোর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অগ্রহণযোগ্য। তারা ব্যবসা করার নামে গ্রাহকের টাকা দিয়ে যাচ্ছেতাই করছে।’ তিনি বলেন, ‘কোম্পানিগুলো যেখানে গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছে না, ডিমান্ড পূরণ করতে পারছে না, সেখানে তারা ডিমান্ড চার্জ বাড়াতে চাইছে; যা অবাস্তব।’

মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট কামরান টি রহমান বলেন, ‘বছর বছর গ্যাসের দাম বাড়লে ব্যবসায়ীরা বিপদে পড়ে। সরকারের উচিত প্রতি পাঁচ বছর পর পর গ্যাসের দাম সমন্বয় করা। যাতে ব্যবসায়ীরা সে অনুযায়ী ব্যবসার পরিকল্পনা করতে পারে।’ তিনি বলেন, ‘আজ যে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। আশা করছি কমিশন সাধারণ মানুষের বিষয়টি আমলে নিয়ে ও কোম্পানির মুনাফা বিবেচনা করে গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে।’

সাধারণ নাগরিক সমাজের প্রতিনিধি মহিউদ্দিন বলেন, ‘কারিগরি কমিটির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আমরা মানি না। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণহীন। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ভাড়াও অনিয়ন্ত্রিত। এমন অবস্থায় গ্যাসের দাম নিয়ে গণশুনানি করাই উচিত হয়নি। এই অবস্থায় গ্যাসের দাম বাড়ালে সাধারণ মানুষ চরম বিপদে পড়বে। এই পরিস্থিতি চিন্তা করে কমিশনের উচিত আপাতত এই শুনানি স্থগিত রাখা।’

ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি মাহমুদুল হাসান শামসুল আলমের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ‘বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই প্রস্তাব বাতিল করা উচিত। কারণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে গ্যাসের দাম বাড়ানো হবে মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো।’

প্রসঙ্গত, বিইআরসির কারিগরি কমিটি দুই কোম্পানির প্রস্তাবিত গ্যাসের দাম যাচাই-বাছাই করে গ্রাহকদের দুই চুলার গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা এবং এক চুলার গ্যাসের দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করার সুপারিশ করে। যদিও কোম্পানিগুলোর প্রস্তাবিত দাম ছিল যথাক্রমে ২ হাজার ১০০ এবং ২ হাজার টাকা।

এর বাইরে বিদ্যুৎ খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৪ টাকা ৪৪ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩৪ পয়সা, ক্যাপটিভে ১৩ টাকা ৮৫ পয়সা থেকে বাড়িয়ে ১৫ টাকা ৫০ পয়সা, সারে ৪ টাকা ৪৪ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩৪ পয়সা, চা শিল্পে ১০ টাকা ৭০ পয়সা বাড়িয়ে ১২ দশমিক ৬৫, বাণিজ্যে ২৩ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা ৬০ পয়সা, সিএনজিতে ৪৩ থেকে বাড়িয়ে ৪৯ টাকা ৫০ পয়সা করার সুপারিশ করে কারিগরি কমিটি। এছাড়া মিটারযুক্ত চুলার ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১২ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১৮ টাকা করার সুপারিশ করা হয় শুনানিতে।

আগামীকাল তিতাস ও বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির প্রস্তাবিত দামের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

/এসএনএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
গ্যাস বিতরণের তথ্য জানতে ৪৪ এলাকায় মিটার স্থাপনের নির্দেশ
গ্যাস বিপণন বিধিমালা সংশোধন: যোগ হচ্ছে শাস্তির বিধান
পিএসসি অনুমোদন, সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে পথ খুললো
সর্বশেষ খবর
লাইনচ্যুত ট্রেন ৬ ঘণ্টা পর উদ্ধার
লাইনচ্যুত ট্রেন ৬ ঘণ্টা পর উদ্ধার
ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ সামিটে পুরস্কার পেলো ৩টি দল
ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ সামিটে পুরস্কার পেলো ৩টি দল
১৪ দলের ধোঁয়াশা কি কাটবে সোমবার?
১৪ দলের ধোঁয়াশা কি কাটবে সোমবার?
‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপ না করতে সচেতনতামূলক সভা
‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপ না করতে সচেতনতামূলক সভা
সর্বাধিক পঠিত
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে