X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

গ্যাস বিল আদায়ে পারদর্শী কর্মীকে পুরস্কার দেওয়া হবে

সঞ্চিতা সীতু
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৯

বকেয়া গ্যাস বিল আদায় করে দিতে পারলে মিলবে পুরস্কার। তবে এই সুযোগটি সবার জন্য নয়। গ্যাস বিতরণ কোম্পানির কর্মকর্তারা পাবেন এই সুবিধা। সম্প্রতি জ্বালানি বিভাগে অনুষ্ঠিত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ধরনের সিদ্ধান্ত এই প্রথম বলে জানা গেছে।

গ্যাস ব্যবহার করে সাধারণ মানুষ সময়মতো বিল পরিশোধ করবে এটিই স্বাভাবিক বিষয়। কিন্তু নির্দিষ্ট সময়ে বিল দেন না এমন মানুষের সংখ্যা কম নয়। আবার বিল না দেওয়ার জন্য তাদের নোটিশ দিলেও করেন হাঙ্গামা। তবে সাধারণ গৃহস্থালির গ্রাহকদের ক্ষেত্রে এমনটি খুব কমই ঘটে প্রভাবশালী হোমড়া-চোমড়া শিল্প প্রতিষ্ঠান এমনকি সরকারের কিছু প্রতিষ্ঠান সময় মতো বিল পরিশোধে গড়িমসি করে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি সরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ে বিল পরিশোধের তাগাদা দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোকে গ্যাস বিল পরিশোধের জন্য তাগাদা দিলেই তারা পরিশোধ করে। আসলে গ্যাস-বিদ্যুৎ ব্যবহারের পর অনেক সরকারি প্রতিষ্ঠানের মনেই থাকে না বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। এর বাইরে যেসব বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের বিল পরিশোধের বিষয়ে সক কোম্পানিকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে গ্যাস বিতরণ কোম্পানির সব কর্মকর্তাকে আদায় প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই আদায় প্রক্রিয়াতে যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে পেট্রোবাংলা চেয়ারম্যান এবং সব গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জ্বালানি সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার বলেন, গ্যাসের বিল আদায়ে কেউ যদি বিশেষ পারদর্শিতা দেখাতে পাবেন তাকে পুরস্কৃত করা হবে।

এখন দেশে পাঁচটি গ্যাস বিতরণ কোম্পানি রয়েছে। তবে সব চাইতে বেশি গ্যাস বিতরণ করে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। এছাড়া কর্ণফুলি এবং বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির বিদ্যুৎ এবং শিল্পে বড় গ্রাহক রয়েছে। তবে পশ্চিমাঞ্চল এবং সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানির গ্রাহক তুলনামূলকভাবে কম।

সাম্প্রতিক সময়ে নিয়মিত এলএনজির বিল পরিশোধ করার কারণে গ্যাস বিক্রির অর্থ সময়মতো পরিশোধের ওপর সরকার জোর দিচ্ছে। গ্যাসের বিল আদায় করতে না পারলে এলএনজির বিল পরিশোধ করা সম্ভব নয়। এলএনজির বিল পরিশোধ না করতে পারলে সুদ দিতে হয়।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, দেশের কোনও শিল্পে তারা ইচ্ছা করলেই গ্যাস বন্ধ করে দিতে পারে না। এতে উৎপাদন বিঘ্নিত হলে রফতানি কমে যায়। এছাড়া শ্রমিকও বেকার হয়ে পড়ে। এজন্য গ্যাস বিতরণ কোম্পানির কর্মকর্তারা বিল বকেয়া পড়লে লাইন কাটার বদলে সমঝোতা করে বিল আদায় করে। কোনও কোনও শিল্প মালিক এটিকে দুর্বলতা মনে করে সুযোগ নেয় বলে জানিয়েছেন একটি গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

 

 

/এফএস/
সম্পর্কিত
শিল্প খাতে বাড়ছে সংকট, ঘুরে দাঁড়ানোর কৌশল কী
এলপিজির দাম কমলো ১৯ টাকা
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
সর্বশেষ খবর
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়