X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীর জরিমানা বাড়ছে

সঞ্চিতা সীতু
২১ মার্চ ২০২৩, ১২:০৩আপডেট : ২১ মার্চ ২০২৩, ১২:০৩

অবৈধ গ্যাস সংযোগ নিয়মিতই অপসারণ করে বিতরণ কোম্পানিগুলো। কিন্তু এই অবৈধ সংযোগের সঙ্গে গ্যাস বিতরণ কোম্পানির এক শ্রেণির অসাধু কর্মকর্তাও জড়িত। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই গ্রহণ করা হয় না। এক দিক দিয়ে এসব লাইন অপসারণ করলেও আরেক দিক দিয়ে আবার সংযোগ দেওয়া হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। মন্ত্রণালয় থেকে এসব অবৈধ সংযোগের সঙ্গে যোগসাজশ রয়েছে এমন কর্মীদের তালিকা প্রস্তত করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিতরণ কোম্পানিগুলো বিষয়টি মন্ত্রণালয়কে জানায়নি। এর মধ্যেই অবৈধ সংযোগ গ্রহণকারীদের জরিমানা বাড়ানোর নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ। তবে এটা কী পরিমাণ বাড়ানো হতে পারে তা জানা যায়নি।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, গ্যাস বিপণন বিধিমালা সংশোধনে সময় লাগছে। এক্ষেত্রে শুধু জরিমানার অংশটি সংশোধন করে দ্রুত তা বাস্তবায়ন করতে চায় জ্বালানি বিভাগ।

জ্বালানি বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, সাম্প্রতিক একটি মিটিং এ বিষয়টি উত্থাপন করা হয়। ওই মিটিংয়ে জ্বালানি সচিব ড. খায়রুজ্জামান মজুমদার নির্দিষ্ট ছকে এ ধরনের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর জন্য আবারও নির্দেশ দেন।

জ্বালানি সচিবের সই করা ওই সভার কার্যপত্রটি বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের হাতে এসেছে। তাতে দেখা যায়, গত ১৩ মার্চ এতে সই করেছেন জ্বালানি সচিব। ওই কার্যপত্রে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকটিতে যুগ্মসচিব প্রশাসন মোহাম্মদ ফারুক হোসেন অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধ পাইপলাইন অপসারণ কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন। ওই তথ্যে পেট্রোবাংলা থেকে অবৈধ সংযোগ দেওয়ার কাজে ডিস্ট্রিবিউশন কোম্পানির জড়িত কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার তথ্য পাঠানো হয়নি বলে অভিযোগ করেন।

জানা গেছে দেশের ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি গত জানুয়ারিতে মোট এক হাজার ৯৮৯টি অভিযান পরিচালনা করে।  এসময় ১৩ হাজার ৮৮৭টি সংযোগ বিচ্ছিন্ন করে। বিচ্ছিন্নকৃত বার্নারের সংখ্যা ৩১ হাজার ৪৩২টি, অপসারণকৃত পাইপলাইনের দৈর্ঘ্য ৩৫ দশমিক ৬ কিলোমিটার ও অবৈধ সংযোগের বিপরীতে দায়েরকৃত মামলার সংখ্যা ৯টি।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাহ বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি।

জ্বালানি সচিব ড. ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিপরীতে জরিমানার হার খুবই নগন্য। অবৈধ সংযোগ বন্ধ করার জন্য জরিমানার হার দৃষ্টান্তমূলক করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, গ্যাস বিপণন নিয়মাবলি বর্তমানে গ্যাস বিপণন বিধিমালা হিসেবে খসড়া প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এটা একটু সময়সাপেক্ষ ও চলমান প্রক্রিয়া। তাই এ কার্যক্রমের পাশাপাশি দ্রুততম সময়ে শুধু জরিমানার অংশটুকু পুনর্নির্ধারণ করে একটি সেকশন বিধিমালায় অন্তর্ভুক্ত করে জারি করা যায়।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, অবৈধ গ্যাস সংযোগ বন্ধে তিতাসের জড়িত কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির