X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে হামলা: ৫ জনকে সাময়িক বরখাস্ত করে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ সেপ্টেম্বর ২০২৪, ২২:০০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২২:০০

পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে এই তথ্য জানানো হয়। 

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- উপ মহাব্যবস্থাপক (অনুসন্ধান ও সমীক্ষা প্রকল্প) মো. তারিকুল ইসলাম, উপ মহাব্যবস্থাপক (সেবা) মো. আব্দুল জলিল, ব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল) মো. ফজলুল হক, ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ সাইফুদ্দিন এবং প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী মো. নজরুল ইসলাম।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের জানান, তিতাসের চিহ্নিত পাঁচ-ছয় জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার জন্য বলা হয়েছে। ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধরা রাজধানীর কাওরান বাজারে অবস্থিত পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলায় রিসিপশনের গ্লাস ভাঙচুর করে। বাধা দিতে গেলে পেট্রোবাংলার কর্মকর্তা-কর্মচারীদের ওপরও লাঠি নিয়ে হামলা চালায়। পৌনে এক ঘণ্টা পরে তারা তিতাস গ্যাসে ফিরে যায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একদল কর্মকর্তা-কর্মচারী নতুন এমডি শাহনেওয়াজ পারভেজের নিয়োগ বাতিলের দাবিতে এই হামলা চালায়।

তিতাস গ্যাস সূত্র জানিয়েছে, শাহনেওয়াজ পারভেজকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিতাসের জিএম (জিএম ইএসডি) হেলাল তালুকদার জিএম (অডিট), মো. রাশিদুল আলম, ডিজিএম (পিসিডি) ⁠ইঞ্জিনিয়ার এনামুল হক, প্রিপেইড মিটার প্রকল্পের পিডি কাওসার আলম সুমনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
নির্ধারিত সময়ের আগেই দেনা পরিশোধ করেছে পেট্রোবাংলা
কোম্পানির কর্মীদের সুবিধা বাড়ানোর অনুমোদন নিতে হবে জ্বালানি বিভাগ থেকে
কারিগরি পদে বারবার আমলা নিয়োগ, কাজের গতি কমার শঙ্কা
সর্বশেষ খবর
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে