X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শেয়ারের অস্বাভাবিক দাম: তিন কোম্পানিকে সতর্ক করলো ডিএসই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি দেশবন্ধু পলিমার, বাংলাদেশ সাবমেরিন কেবলস ও সমতা লেদারের শেয়ারের দাম  অস্বাভাবিকভাবে বাড়ার কারণে প্রতিষ্ঠান তিনটিকে সতর্ক করেছে  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে বিনিয়োগকারীদেরও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান তিনটির বিষয়ে সতর্কবার্তা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ৮ সেপ্টেম্বর দেশবন্ধু পলিমারকে নোটিশ করা হয়। বাংলাদেশ সাবমেরিন কেবলস ও সমতা লেদারকে নোটিশ করা হয় আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)।

দেশবন্ধু পলিমার

গত ৫ মে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৯ টাকা ৮০ পয়সা, ৮ সেপ্টেম্বর লেনদেন হয়েছে ২৫ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ তিন মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৫ টাকা ৫০ পয়সা বা ১৫৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ ও ২০১৮ সালেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়।  আর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান করেছে ৩৩ পয়সা।

বাংলাদেশ সাবমেরিন কেবলস

গত ৪ এপ্রিল এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৪৮ টাকা। ৮ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ২২১ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ চার মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৭০ টাকা ৭০ পয়সা বা ৫০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ সালে ১৬ শতাংশ, ২০১৮ সালে ৫ শতাংশ, ২০১৭ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা করেছে ৭ টাকা ৫৭ পয়সা।

সমতা লেদার

গত ২৭ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ছিল ৬৯ টাকা ৭০ পয়সা।  ৮ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়ায় ১২২ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ দুই মাসের কম সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৩ টাকা বা ৭৬ শতাংশ।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।  সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ পয়সা।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী