X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতকে ‘যথাযোগ্য উত্তর’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ১০:৪৪আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১১:৫৭

করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যাও। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নানামুখী প্রচেষ্টার অংশ হিসেবে গত ৪ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভারতে করোনা চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইন রফতানির ওপর বিদ্যমান বিধিনিষেধ প্রত্যাহার করার অনুরোধ জানান তিনি। একইসঙ্গে ইঙ্গিত দেন, এ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে দিল্লিকে ‘যথাযোগ্য উত্তর’ দিতে পারে ওয়াশিংটন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ডোনাল্ড ট্রাম্প

 

সোমবার হোয়াইট হাউজে করোনাভাইরাস টাস্কফোর্সের ব্রিফিংয়েও এ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। আমি যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানির ওপর তাদের নিষেধাজ্ঞা জারির মতো কোনও কারণ দেখতে পাচ্ছি না। রবিবার সকালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি, আপনি যদি হাইড্রোক্সিক্লোরোক্যুইন সরবরাহের ব্যবস্থা করেন তবে আমরা আপনার এই উদ্যোগেক সম্মান জানাবো। আর যদি সরবরাহের অনুমতি না দেন, তাহলেও ঠিক আছে! কিন্তু হ্যাঁ! এরপর আমাদের কাছ থেকেও এমনই ব্যবহার পাবেন।’

এর আগেও যুক্তরাষ্ট্র করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ভারত থেকে এই ওষুধ রফতানির অনুরোধ জানিয়েছে।

ট্রাম্প জানান, ভারতে করোনার চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোক্যুইন যেন যুক্তরাষ্ট্রে পাঠানো হয় তার জন্য মোদিকে অনুরোধ করেছেন তিনি। এমনকি নিজেও এই ওষুধ খাবেন বলে জানান ট্রাম্প।

৭ এপ্রিল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬৮ হাজার ১৯৬। এরমধ্যে ১০ হাজার ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ, যা যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানির ৪০ ভাগেরও বেশি। তবে রবিবার (৫ এপ্রিল) নিউ ইয়র্কে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে দেখা গেছে। এ কমাকে ‘শুভ লক্ষণ’ মনে করছেন ডোনাল্ড ট্রাম্প।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
মার্কিন শুল্কনীতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করলেন ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের