X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

হাসপাতালে শিশুকে যৌন হয়রানি, উপসহকারী মেডিক্যাল অফিসারকে জুতাপেটা

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মে ২০২০, ১১:৩১আপডেট : ২৩ মে ২০২০, ১৮:২০

  হাসপাতালে বিক্ষুব্ধ জনতা

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে উপসহকারী মেডিক্যাল অফিসার সুবোধ কুমার দাসের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তাকে জুতাপেটা করে। শুক্রবার (২২ মে) দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।









অভিযুক্ত সুবোধ কুমার দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
ভিকটিমের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির কানে ব্যথা নিয়ে শুক্রবার সকালে তার মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সুবোধ শিশুটির কানে চিকিৎসা দেওয়ার জন্য প্রাথমিক পরীক্ষা করেন। আউটডোরে রোগী দেখাতে টাকা লাগে একথা বলে শিশুটির মায়ের কাছে পাঁচ টাকা দাবি করেন সুবোধ। এসময় শিশুটির মা টাকা খুচরা করতে হাসপাতালের বাইরে যায়। এ সুযোগে শিশুটিকে যৌন হয়রানি করে সে।

হাসপাতালে বিক্ষুব্ধ জনতা

মা ফিরে এলে শিশুটি তাকে সব কথা জানায়। শিশুটির মা প্রতিবাদ করলে হাসপাতাল এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে শিশুটির পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা সুবোধকে জুতাপেটা ও মারধর করে। পরে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ঘটনাস্থলে উপস্থিত হয়।
অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে সুবোধ কুমার বলেন, ‘আমরা বিভিন্ন সময় রোগী দেখি। এতে যদি কেউ খারাপ কিছু মনে করে তাতে আমার কিছু বলার নাই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, সুবোধকে অন্যত্র বদলি করার ব্যবস্থা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করি। কেউ কোনও লিখিত অভিযোগ করেনি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনে গ্রেফতার ১২৯০
এক দিনে গ্রেফতার ১২৯০
আপাতত ক্রুইফ নন, মেয়াদ বাড়লো টিটুর 
আপাতত ক্রুইফ নন, মেয়াদ বাড়লো টিটুর 
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’