X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রাজধানীতে পশুর হাট ফাঁকা

শাহেদ শফিক
৩১ জুলাই ২০২০, ১৩:২৩আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৮:১৩

খিলগাঁও রেলগেট সংলগ্ন মৈত্রী সংঘের খেলার মাঠ। শুক্রবার সকালের ছবি রাজধানী ঢাকার কোরবানির হাটগুলোতে পশু সংকট দেখা দিয়েছে। নগরীর অধিকাংশ হাট এরইমধ্যে ফাঁকা হয়ে গেছে। চাহিদার তুলনায় ছোট ও মাঝারি সাইজের গরু কম থাকায় অতিরিক্ত দামে পশু কিনতে হচ্ছে ক্রেতাদের। হাটগুলোতে বড় গরু থাকলেও বিক্রি কম হচ্ছে। বিক্রেতারা বলছেন, বড় গরুতে ক্রেতাদের আগ্রহ নেই।

শুক্রবার (৩১ জুলাই) সকালে খিলগাঁও রেলগেট সংলগ্ন মৈত্রী সংঘের খেলার মাঠে গিয়ে দেখা গেছে, পুরো মাঠ ফাঁকা। মাঠে কোরবানির পশু নেই। তবে মাঠ সংলগ্ন প্রথম সড়কে কয়েকটি ছোট আকারের গরু দেখা গেছে। ক্রেতারা জানিয়েছেন, হাটে গরু নেই। যে কয়েকটি আছে তারও দাম অনেক চড়া। দাম নাগালের বাইরে থাকায় অনেকেই এখনও কোরবানির পশু কিনতে পারেননি।

জানতে চাইলে কুষ্টিয়া থেকে ছয়টি গরু নিয়ে আসা আশরাফ উদ্দিন বলেন, ‘ভেবেছিলাম করোনার কারণে মানুষ এ বছর বেশি কোরবানি দেবে না। তাই খামার থেকে বেশি করে গরু আনিনি। এখন দেখি ঈদের দুই দিন আগেই হাটে গরু শেষ হয়ে গেছে।’ তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের আগেই চারটি গরু ৬২ হাজার থেকে ৬৫ হাজার টাকা করে বিক্রি করেছি। আর আজ শুক্রবার ওই একই সাইজের গরু বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ হাজার টাকা। মানুষ মাঝারি আকারের গরু বেশি কিনছে। বড় গরুতে হাত দিচ্ছেন না।’

ট্রাকে করে এখনও কিছু গরু আসছে গরু না থাকায় গত রাত থেকেই এই হাটটি পরিষ্কারের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সকালের মধ্যে মূল হাটের বাঁশ খুঁটি অপসারণ করা হয়েছে। ইজারাদার জানিয়েছেন, গরু না থাকায় হাসিল ঘরে তারা অলস সময় কাটাচ্ছেন। এ কারণে এ বছর তাদের লোকসানে পড়তে হবে।

মেরাদিয়া হাটেও দেখা গেছে একই চিত্র। এই হাটও সকালের মধ্যে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ক্রেতারা ঘুরে বেড়াচ্ছেন। দাম একটু বেশি হলেও তারা গরু কেনার চেষ্টা করছেন। আর বিক্রেতারা গরু ছাড়তে চাচ্ছেন না। হাটে পর্যাপ্ত গরু না থাকায় বিক্রেতারা অপেক্ষাকৃত বেশি দাম চেয়ে বসে আছেন।

জানতে চাইলে নাটোর থেকে আসা গরুর বেপারি আশরাফুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকালের দিকেই বুঝতে পেরেছি গরুর সংকট দেখা দেবে। তখন বাড়ি থেকে আরও ছয়টি গরু নিয়ে এসেছি। সেগুলো একটু আগে হাটে এসে পৌঁছেছে। দাম যথেষ্ট ভালো বলছে। আরও একটু দাম পেলে বিক্রি করে দেবো।’

আফতাবনগর হাটেও নেই গরু। বিক্রেতারা জানিয়েছেন, গত রাতেই হাটের গরু শেষ হয়ে গেছে। এখন মাঝে মধ্যে ২/১টি ট্রাকে গরু আসছে, তবে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রেতারা জানান, বড় গরু বিক্রি হচ্ছে কম। এর কারণ হিসেবে তারা বলছেন, বড় গরুর দাম বেশি। করোনার কারণে অনেকের হাতে সেভাবে টাকা নেই। তাই অন্যান্য বছর যারা দুই লাখ টাকা দামের গরু ‍দিয়ে কোরবানি দিতেন, এ বছর তারা এক লাখ টাকার গরুও কিনতে আগ্রহী হচ্ছেন না।

রাজধানীতে পশুর হাট ফাঁকা তবে গাবতলী হাটে গিয়ে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। এই হাটে এখনও  যথেষ্ট পশু দেখা গেছে। পাশাপাশি একের পর এক গরুবোঝাই ট্রাক আসছে। এখানকার একাধিক পশু ব্যবসায়ী বলেছেন, সন্ধ্যার মধ্যে এই হাটে আরও গরু আসবে।

পাবনা থেকে আসা গরু ব্যবসায়ী রাজিব মিয়া বলেন, ‘আগে যে ব্যক্তি তিনটি গরু দিয়ে কোরবানি দিতেন, এবার সেই একই ব্যক্তি একটির বেশি পশু কোরবানি দিচ্ছেন না। আবার যারা বেশি দামের গরু কোরবানি দিতেন, তারা এবার অপেক্ষাকৃত ছোট গরু কোরবানি দিচ্ছেন। যে কারণে বড় গরু বিক্রি হচ্ছে কম।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর অন্যান্য পশুর হাটও দুপুরের পর থেকে ফাঁকা হয়ে গেছে।

 

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক