X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

হকিতে মামুনুরের মিশন জুনিয়র বিশ্বকাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ১৯:০৮আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৯:৫০

কোচের সঙ্গে অনূর্ধ্ব-২১ হকি দল                     -ছবি: বাংলা ট্রিবিউন আগামী বছরের ২১ থেকে ৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ। সেই লক্ষ্যে আজ (শনিবার) থেকে আশরাফুল-রাব্বিদের প্রস্তুতি শুরু হয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেলেই খেলোয়াড়েরা রিপোর্ট করেছেন কোচ মামুনুর রশীদের কাছে।

৩৬ জন খেলোয়াড় নিয়ে প্রস্তুতি শুরু হলেও পুরোদমে অনুশীলন শুরু হতে দিন কয়েক লাগবে। এরইমধ্যে খেলোয়াড়দের করোনা পরীক্ষা হবে। তারপর বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে থেকে চলবে আবাসিক ক্যাম্প। প্রতিযোগিতার আগে কোচ সময় পাচ্ছেন তিন মাস। এই সময়ে তাকে দল গড়তে হবে। মামুনুর রশীদ অবশ্য প্রতিযোগিতায় ভালো করার ব্যাপারে আশাবাদী,  ‘এই সময়ের মধ্যে দলকে তৈরি করতে হবে। আমার হাতে সময় আছে ৮০ থেকে ৮৫ দিন। এখানে অনেক ভালো খেলোয়াড় আছে। শুরুতে ফিটনেস নিয়ে কাজ করবো। আশা করছি আমরা নিজেদের টার্ফে ভালো খেলবো। জুনিয়র বিশ্বকাপের জন্যে ঢাকার এই প্রতিযোগিতায় ভালো করতে পারবো। তা করতে হলে ভারত-কোরিয়াসহ বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলতে হবে। আর আমাদের সেই স্ট্রেন্থ আছে।’

বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও চীন, চাইনিজ তাইপে, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, উজবেকিস্তান ও পাকিস্তানের অংশ নেওয়ার কথা। এখান থেকে সেরা তিনটি দল ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

নিজেদের টার্ফে খেলার আগে মামুনুর অবশ্য কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান। তার কথায়, ‘প্রতিযোগিতা শুরুর আগে যদি আমরা বড় দল যেমন ভারত-কোরিয়ার মতো দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলতে পারি তাহলে দলের ভুল-ত্রুটিগুলো দেখতে পারবো। তখন আসল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতিটা সেভাবে নিতে পারবো।’ দলের অন্যতম খেলোয়াড় ফজলে রাবিও আশাবাদী,‘করোনার কারণে অনেক দিন খেলার মধ্যে ছিলাম না। এখন আমাদের পুরোদমে অনুশীলন হতে যাচ্ছে। ঠিকমতো অনুশীলন করতে পারলে আমাদের পক্ষে ভালো ফল করা সম্ভব। আমি আশাবাদী।’

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি