X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১১:৪২আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৩:১০

ডা. জাহিদুর রশীদ সুমন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. জাহিদুর রশীদ সুমন। ডেঙ্গু রোগের জটিল রূপ ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত হয়ে রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মারা যান।

ডা. জাহিদুর রশীদ সুমন ফরিদপুর মেডিক্যাল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাবনা ক্যাডেট কলেজে লেখাপড়া করেছেন তিনি।

গত সপ্তাহে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। তার চিকিৎসা চলছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তারও আগে তিনি ইমপালস হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকে তাকে এভার কেয়ারে পাঠানো হয়।

তার মৃত্যুর কারণ জানতে চাইলে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর ব্যাপারে কোনও তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ দেবে না। এ বিষয়ে জানতে হলে তার স্বজনদের কাছ থেকে জানতে হবে।  
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি (এফডিএসআর) এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. জাহিদুর রশীদ সুমন প্রথমে করোনায় আক্রান্ত হন। সেখান থেকে সুস্থ হয়ে উঠলেও হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলে জানিয়েছে।’

তবে এটা পোস্ট কোভিড সিন্ড্রোম হতে পারে বলে ধারণা করছেন ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি বলেন, ‘ডা. জাহিদের সর্বশেষ করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। তার অক্সিজেন লেভেল-প্লাটিলেট কমে গিয়েছিল।’

ডা. জাহিদুর রশীদ সুমনের স্ত্রীর নাম ডা. শাহীন আক্তার। দুই সন্তানের বাবা তিনি। ডা. শাহীন আক্তার গত ২২ অক্টোবর ফেসবুকে লিখেছেন, চিকিৎসকরা ডেঙ্গু হেমোরেজিক সন্দেহ করছেন। তার স্ত্রী শাহীন আক্তারও এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানান, ডা. জাহিদুর রশীদ সুমন চিকিৎসকদের আল্ট্রাসনোগ্রাফি প্রশিক্ষণের অন্যতম বড় প্রতিষ্ঠান সিমুডের প্রতিষ্ঠাতা ছিলেন। প্ল্যাটফর্ম, মেডিসিন ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন তিনি।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল