X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা

৫ দিনের রিমান্ডে রাসেল, জেলহাজতে হেলাল

লালমনিরহাট প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ২০:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:০৬

বুড়িমারীতে জুয়েল হত্যা মামলা

লালমনিরহাটের বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরিফ অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় রবিবার বিকালে (২২ নভেম্বর) রাসেল ইসলাম নামে আরও এক আসামির ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক মোছা. ফেরদৌসি বেগম এ আদেশ দেন।

একই আদালত (২২ নভেম্বর) জুয়েল হত্যা মামলায় ৫ দিনের পুলিশি রিমান্ডে থাকা আসামি হেলাল উদ্দিনের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড না করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী আসামির জবানবন্দি রেকর্ডের আবেদন না করায় তার বক্তব্য নেওয়া হয়নি।

লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম ও মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহমুদুন্নবী বলেন, জুয়েল হত্যা মামলায় রাসেল ইসলাম ওরফে রাজ বিশুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত শুনানি শেষে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ নভেম্বর রাতে পাটগ্রাম সরকারি কলেজ মোড় এলাকা থেকে রাসেল ইসলাম ওরফে রাজ বিশুকে গ্রেফতার করার পর শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, ৫ দিনের পুলিশি রিমান্ড শেষে জুয়েল হত্যা মামলার অপর আসামি হেলাল উদ্দিনকে (২৮) শনিবার (২১ নভেম্বর) বিকালে আদালতে সোপর্দ করলে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। তবে রিমান্ডে থাকা হেলাল উদ্দিনের জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করা হয়নি। গত ১৬ নভেম্বর হেলাল উদ্দিনকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ১৪ নভেম্বর তাকে বুড়িমারীর গুড়িয়াটারি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ১৫ নভেম্বর একই আদালতে তাকে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ২৯ অক্টোবর লালমনিরহাটের বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে হত্যার পর লাশ টেনে হেঁচড়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বুড়িমারী ইউনিয়ন পরিষদের প্রথম বাঁশকলের সামনে মহাসড়কের ওপর পুড়িয়ে ছাই করার ঘটনায় হত্যা মামলাসহ পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এজাহারভুক্ত ১১৪ জনসহ অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত মসজিদের ভেতরে জুয়েলকে প্রথম মারধরকারী ও হত্যা মামলার এক নম্বর আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলী, দুই নম্বর আসামি খাদেম জোবায়েদ আলী ওরফে জুবেদ আলী এবং মুয়াজ্জিন আফিজ উদ্দিনসহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:
জুয়েল হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার

জুয়েলকে মসজিদ থেকে মেরে বাইরে আনার স্বীকারোক্তি আবুল হোসেনের

দাড়ি ছেঁটে গোঁফ রেখেও শেষরক্ষা হয়নি হোসেনের

হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় হোসেন আলীর রিমান্ড

জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: প্রধান আসামির ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

লালমনিরহাটে জুয়েল হত্যাকাণ্ড: প্রধান আসামি আবুল গ্রেফতার

পালিয়ে গেছে হোসেন ডেকোরেটরের মালিক?

কোরআন অবমাননার কোনও প্রমাণ মেলেনি: জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

ফোর্স থাকলে দুই জনকেই রেসকিউ করতে পারতাম: পাটগ্রাম ইউএনও

জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ মেলেনি: গোয়েন্দা প্রতিবেদন

বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা (ভিডিও)

‘জুয়েলকে মসজিদের বাইরে আনার পর পরিস্থিতি এমন হবে ভাবিনি’

হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি স্বজনদের

লালমনিরহাটে যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ