X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বাইডেন খুবই দুর্বল প্রেসিডেন্ট, যুদ্ধ শুরু করতে পারেন: চীনের উপদেষ্টা

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ১৮:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৩৯
image

নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে ঠিক হতে থাকবে—বেইজিংকে এমন জল্পনা বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সরকারের একজন উপদেষ্টা। এর বদলে তার পরামর্শ হলো, ওয়াশিংটনের কঠোর অবস্থানের বিষয়ে বেইজিংকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। শেনঝেনভিত্তিক থিংকট্যাংক অ্যাডভান্সড ইনস্টিটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেম্পোরারি চায়না স্টাডিজের ডিন ঝেং ইয়োংনিয়ান বলেছেন, চীন সরকারের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিটি সুযোগ কাজে লাগানো। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাইডেন খুবই দুর্বল প্রেসিডেন্ট, যুদ্ধ শুরু করতে পারেন: চীনের উপদেষ্টা

সম্প্রতি গুয়াংজুতে আন্ডারস্ট্যান্ডিং চায়না কনফারেন্সের এক পার্শ্ববৈঠকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝেং ইয়োংনিয়ান বলেন, ‘সুসম্পর্কের পুরনো দিন গত হয়েছে... যুক্তরাষ্ট্রের স্নায়ুযু্দ্ধের পরিস্থিতি কয়েক বছর ধরেই চলছে আর এই অবস্থা রাতারাতি উধাও হয়ে যাবে না।’

গত আগস্টে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে চীনের দীর্ঘমেয়াদি কৌশল সংক্রান্ত এক সিম্পোজিয়ামে বক্তব্য রাখা ঝেং ইয়োংনিয়ান বলেন, চীনের সঙ্গে সমন্বয় করা নিয়ে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোনও দ্বিদলীয় ঐক্যমত নেই। চীন সরকারের এই পরামর্শক বলেন, হোয়াইট হাউজে প্রবেশের পর চীন নিয়ে মার্কিন জনগণের মধ্যে তৈরি হওয়া বিরক্তির সুযোগ নিতে পারেন জো বাইডেন। ঝেং বলেন, ‘মার্কিন সমাজ বিভক্ত হয়ে পড়েছে। বাইডেন এ নিয়ে কিছু করতে পারবেন বলে আমার বিশ্বাস হয় না।’

বাইডেন সম্পর্কে চীন সরকারের পরামর্শক ঝেং ইয়োংনিয়ান বলেন, ‘তিনি নিশ্চিতভাবেই একজন দুর্বল প্রেসিডেন্ট, অভ্যন্তরীণ ইস্যু যদি তিনি সামাল দিতে না পারেন, তাহলে কূটনৈতিক ফ্রন্টে কিছু ঘটাতে পারেন, চীনের বিরুদ্ধে কিছু করতে পারেন। আমরা হয়তো বলি ট্রাম্প গণতন্ত্র ও স্বাধীনতা সমুন্নত করায় আগ্রহী ছিলেন না, বাইডেন আছেন। কিন্তু ট্রাম্প যুদ্ধে আগ্রহী ছিলেন না... তবে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করে দিতে পারেন।’

করোনাভাইরাস মহামারি, বাণিজ্য এবং মানবাধিকার নানা ইস্যুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের অবনতি হয়েছে। বাইডেনের অধীনেও দুই দেশের সম্পর্কে উত্তেজনা চলতে থাকবে বলে মনে করছেন চীনের পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞরা।

নির্বাচনি প্রচারে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংকে দস্যু আখ্যা দিয়েছিলেন বাইডেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি