X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

চীনকে ক্ষমা চাইতে বললো অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১৬:৫৩আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৬:৫৩
image

চীনের সরকারি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ‘ভুয়া ছবি’ পোস্ট করায় বেইজিংকে ক্ষমা চাইতে বলেছে অস্ট্রেলিয়া। ওই ছবিতে অস্ট্রেলিয়ার এক সেনা সদস্যকে এক শিশুকে হত্যা করতে দেখা গেছে। বেইজিং এর সঙ্গে রাজনৈতিক উত্তেজনা চলার মধ্যে ক্যানবেরা চীন সরকারকে ক্ষমা চাইতে বললো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্কট মরিসন

সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সরকারি প্রতিবেদনে জানা গেছে আফগানিস্তানে দায়িত্ব পালনকালে অবৈধভাবে দেশটির ৩৯ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে অস্ট্রেলিয়ান সেনারা। আফগানিস্তানে সংঘটিত এসব হত্যাকাণ্ডের জন্য ১৯ জনের ব্যাপারে তদন্ত করতে অস্ট্রেলিয়ার পুলিশ বাহিনীর প্রতি সুপারিশ করেছে দেশটির সামরিক বাহিনী।বেআইনি হত্যাকাণ্ড চালানোয় জড়িত বিশেষ বাহিনীর ১৩ সদস্যকে চাকুরিচ্যুত করছে অস্ট্রেলিয়া।

এমন পরিস্থিতিতে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও একটি তৈরি করা ছবি পোস্ট করেন। যাতে দেখা যায় এক অস্ট্রেলীয় সেনা এক আফগান শিশুর ওপর রক্তমাখা ছুরি ধরে আছে। শিশুটিকে দেখা যাচ্ছে সে একটি ভেড়া ধরে আছে। ওই ছবি ব্যবহার করে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর বিরুদ্ধে ওঠা ১৪ বছরের এক আফগান শিশুকে হত্যার ঘটনার দিকে ইঙ্গিত করেন চীনের মুখপাত্র। তবে ওই ঘটনার কোনও প্রমাণ অস্ট্রেলিয়ার সরকারি তদন্তে পাওয়া যায়নি।

চীনা মুখপাত্রের পোস্টটি মুছে দিতে টুইটারকে অনুরোধ করেছে অস্ট্রেলিয়া। ছবিটিকে ভুয়া হিসেবে আখ্যায়িত করেছে তারা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ওই পোস্টটি সত্যিই অবমাননাকর, গভীর আক্রমণাত্মক এবং একেবারে আপত্তিজনক। তিনি বলেন, এই পোস্টের জন্য চীনা সরকারের একেবারেই লজ্জিত হওয়া উচিত। দুনিয়ার চোখে তারা এর কারণে শেষ হয়ে গেছে। এটা একটা ভুয়া ছবি আর আমাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য ভয়ানক গ্লানিকর। তিনি বলেন একটি গণতান্ত্রিক ও উদার দেশের কাছ থেকে যা প্রত্যাশিত সেই অনুযায়ী অস্ট্রেলিয়া পদক্ষেপ নিয়ে যুদ্ধাপরাধের অভিযোগ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করে দেখেছে।

/জেজে/
সম্পর্কিত
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল