X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বন্দুকের নল নয়, জনগণই আমার রাজনৈতিক ক্ষমতার উৎস’

উদিসা ইসলাম
২৬ ডিসেম্বর ২০২০, ০৮:০০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৮:০০

দৈনিক ইত্তেফাক, ২৭ ডিসেম্বর ১৯৭২ (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ২৬ ডিসেম্বরের  ঘটনা।)

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করিনি। ক্ষমতার জন্য রাজনীতি করিও না। বন্দুকের নল নয়, বাংলার সাড়ে সাত কোটি মানুষ আমার রাজনৈতিক ক্ষমতার উৎস।  তিনি বলেন, ‘জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। আগামী নির্বাচনে যদি আপনারা না চান, তাহলে আমি থাকবো না।’ বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে এসময় আকাশ-বাতাস মুখরিত করে তোলেন জনসভায় উপস্থিত জনতা।

ফরিদপুরে সাবেক গণপরিষদ সদস্য সামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বঙ্গবন্ধু বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। দেশের জন্য সংবিধান প্রদান করে সেই ক্ষমতা আবারও আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছি। সংবিধান মতে, জনগণই সকল ক্ষমতার উৎস। নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন, কাকে আপনারা ক্ষমতা দিতে চান।’

আমি কি নির্বাচনে দাঁড়াবো?

প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রিত্বের গদি তার কাছে বড় কিছু নয়। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে গেলাম, দেখলাম ইয়াহিয়ার বর্বর সেনারা আমার বাংলাকে ধ্বংস করে ভেঙে তছনছ করে গেছে। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করার ইচ্ছা নিয়ে দেশ শাসনের দায়িত্ব গ্রহণ করি। জনগণ যদি আমাকে সমর্থন না করে, আমি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবো। আমি কি নির্বাচনে দাঁড়াবো? আপনারা কি আমাকে আগামী নির্বাচনে সমর্থন করবেন?’ বঙ্গবন্ধুর এসব প্রশ্নের জবাবে বিপুল জনসমর্থন হর্ষধ্বনি দিয়ে গগনবিদারী কণ্ঠে জয় বঙ্গবন্ধু, শেখ মুজিব জিন্দাবাদ ধ্বনি দিয়ে হাত তুলে তাঁর প্রতি সমর্থন জানান।

দৈনিক বাংলা, ২৭ ডিসেম্বর ১৯৭২ দুষ্কৃতিকারীদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হবে

দৃঢ় কণ্ঠে বঙ্গবন্ধু বলেন, ‘দুষ্কৃতিকারী, চোর, গুণ্ডা ও বদমাইশের কাছ থেকে সরকার জনগণের সহায়তায় অস্ত্র আদায় করে ছাড়বে। বাংলাদেশের নিরস্ত্র মানুষ যদি পাকবাহিনীর হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে, তাহলে এদেশের মুষ্টিমেয় কয়েকজন দুষ্কৃতিকারীকে তারা অবশ্যই নির্মূল করতে পারবে। গুণ্ডা ও বদমাইশ আজ নিরীহ মানুষের শান্তি বিঘ্নিত করছে। বাংলার মানুষের হাতে এদের পতন অবশ্যম্ভাবী। এদের উৎখাতে আপনারা সহযোগিতা করুন। এদের নিশ্চিহ্ন করার জন্য গ্রামে গ্রামে রক্ষী বাহিনী পাঠিয়েছি। আপনারা রক্ষী বাহিনীর সঙ্গে সহযোগিতা করুন। দুষ্কৃতিকারীদের ধরিয়ে দিন। বাংলার সাড়ে সাত কোটি মানুষের ইচ্ছার বিরুদ্ধে স্বল্পসংখ্যক এই দুষ্কৃতিকারী দল অবশ্যই দাঁড়াতে পারবে না।’

জনগণের মুখের হাসি আমার কামনা

বঙ্গবন্ধু বলেন, ‘লাখ লাখ মুখে ক্ষুধার অন্ন তুলে দেওয়ার জন্য, মানবতাকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য, নিরক্ষর জনগোষ্ঠীর সম্মুখে শিক্ষার আলোকবর্তিকা জানানোর জন্যই আমি রাজনীতি করি। জনগণের মুখে শান্তির হাসি ও আনন্দ দেখাই আমার সমগ্র রাজনৈতিক জীবনের সাধনা। আমার জীবনের একমাত্র কামনা।’

দ্য বাংলাদেশ অবজারভার, ২৭ ডিসেম্বর ১৯৭২

শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ

পাক হানাদাররা দেশের যে বিপুল ক্ষতি করে দিয়ে গেছে, বঙ্গবন্ধু তার এক মর্মস্পর্শী বিবরণ দেন। তিনি বলেন, ‘স্বজনহারা দুঃখী মানুষের জন্য সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খাজনা-কর প্রভৃতি মাফ করে ছাত্রছাত্রীদের পুস্তক প্রদান করে, শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করে, কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে এবং অন্যান্য নানাভাবে সাহায্য সামগ্রী বিতরণ করে, জনগণের কষ্ট লাঘবের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।’ 

আসুন, সোনার বাংলা গড়ে তুলি

বঙ্গবন্ধু বলেন, ‘আমরা স্বাধীনতা পেয়েছি। এখন দেশ গড়া দরকার। সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। দুষ্কৃতিকারী, গুণ্ডা ও বদমাইশদের এখানে স্থান নেই। আসুন, আমরা ক্ষুদ্র স্বার্থ ভুলে সাড়ে সাত কোটি মানুষের এ দেশকে উজ্জ্বল সম্ভাবনার দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যাই।’

আগামী মাসে নির্বাচনি কর্মসূচি ঘোষণা

এই দিনে (২৬ ডিসেম্বর) জানানো হয়, ১৯৭৩ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন দেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠান সম্পর্কিত কর্মসূচি ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে। নির্বাচন কমিশন বর্তমানে মনোনয়নপত্র দাখিল প্রত্যাহার ও প্রার্থী তালিকা ঘোষণার সময় ও তারিখ নির্ধারণের কাজ করছে বলেও উল্লেখ করা হয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে। অবশ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন-কানুন তখনও কমিশনের হাতে পৌঁছায়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যে আইন ও সংসদ বিষয়ক সংক্রান্ত মন্ত্রণালয় থেকে তা পৌঁছে যাবে বলে আশা করা হয়।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত